এবারের ঈদটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস

প্রথম পাতা » বিনোদন » এবারের ঈদটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস
বুধবার, ৩ মে ২০১৭



---ভোলাবাণী: ‘দীর্ঘ এক বছর পর আবারো বড় পর্দায় ফিরছি বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি‘ নিয়ে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‘রাজনীতি’’-ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস  তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভ্যারিফাইড পেইজে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপর থেকেই শুভকামনা জানিয়ে কমেন্টের ঘরে একের পর এক মন্তব্য করছেন অপু বিশ্বাসের ভক্ত ও শুভাকাঙ্খিরা।

অপু বিশ্বাস বললেন, ‘একটা কথা আমি প্রথমেই বলবো গত বছর রোজার ঈদে ‘সম্রাট’ নামে আমার একটি ছবি মুক্তি পেয়েছিল। আমার ক্যারিয়ারের শুরু থেকেই কোন ঈদে আমার অভিনীত ছবি মুক্তি পায় নি, এমনটা কখনও ঘটে নি। তবে গত কোরবানীর ঈদে আমার কোন ছবি মুক্তি পায় নি। সে অবশ্যই একটি সুসংবাদের জন্য। তবে এবারের ঈদটা আমার জন্য অনেক দিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ।’

‘রাজনীতি’ নিয়ে আশা কতটুকু? দর্শক প্রতিক্রিয়া কেমন হতে পারে, আপনি কী দীর্ঘদিনের সিনেমা জীবনের অভিজ্ঞতা থেকে তার কিছুটা অনুমান করতে পারেন?

এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস  বলেন, ‘সর্বোপরি আমি তো মানুষ। প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিজীবন থাকে। সে যে অঙ্গনেরই হোক না কেন! তেমনি আমারও আছে। আর আমি যেহেতু একজন মেয়ে মানুষ, তাই মা হওয়া স্বাভাবিক ব্যাপার। অনেকেই বলেন নায়িকারা মা হওয়ার পর ছবি সেভাবে আর দর্শকপ্রিয়তা পায় না। বিষয়টা হলো, কথাগুলো প্রচলন করা হয়েছে তাই এমনটি ভাবছে অনেকেই। এমন ধারণা আরও অনেক আগেই পাল্টে গিয়েছে। কারণ পুরো দেশের মানুষ যখন আব্রাহামের কথা জেনেছে, তখন সবাই আমাকে সাপোর্ট করেছে। আমি গত এক বছর অফ স্ক্রিনে থাকার পরও দর্শক কিংবা গণমাধ্যম কর্মীদের যেরকম সাপোর্ট পেয়েছি, আমি মনে করি এখন কিংবা ভবিষ্যত, সব সময়ই পাবো। কারণ আমি সততার সাথে পথ চলতে চাই। আর আমি তো দর্শকদের জন্য অনেক কিছুই ত্যাগ করেছি।’

অপু মনে করেন,দর্শক কিংবা শিল্পী তাদের প্রত্যেকেরই আলাদা একটি পরিচয় আছে, সেটি হলো আমরা মানুষ। প্রত্যেকটি মানুষের যে দৈনন্দিন চাহিদা সেটি একটি মানুষ পূরণ করে সে কাজটাকে কতটুকু ভালোবাসলো সেটিই অপুর কাছে সবচেয়ে বড় ব্যাপার।

অপু বিশ্বাস বলেন, ‘আমি আস্থা রাখি দর্শকদের প্রতি যার কারণে বারেবারেই ফিরে আসি। এটার কারণ শুধু দর্শকরা আমাকে সাপোর্ট করেন। এতো কিছুর পর এখনও আমার মনে হয় দর্শকরা আমাদেরকে আগের মতোই ভালোবাসবে। আমি সততার সাথে ভালোবেসেছি। এবং তার মর্যাদা পেয়েছি।’

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি শাকিব ও অপু’র ‘রাজনীতি’ ছবিটি গত ৩০ এপ্রিল সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বিভিন্ন কারণে সিনেমাটি গত ঈদে মুক্তি পায়নি। ছবিতে শাকিব-অপু ছাড়াও আরও অনেক জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন। কথা প্রসঙ্গেই অপু আরও বললেন, ‘আমি দর্শকদের কাছ থেকে আরও আরও বেশি ভালোবাসা চাই। আমি চাইবো দর্শকরা আমাদের জুটিকে নতুনভাবে গ্রহণ করুক। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি দর্শকদের সাথেই আছি, ছিলাম ও থাকবো।’

‘রাজনীতি’ ছবিতে শাকিব-অপু ছাড়াও আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলীরাজ, সাবেরী আলম, শিবা সানু, বিপাশা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন। অ্যারো মোশন আর্টসের ব্যনারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। প্রসঙ্গত শাকিব-অপু জুটি হয়ে প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১১:১৮:১৯   ১৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ