আমি যে কারণে সাংবাদিক হতে চাই

প্রথম পাতা » সম্পাদকীয় » আমি যে কারণে সাংবাদিক হতে চাই
বুধবার, ৩ মে ২০১৭



---ভোলাবাণী: আমি মনে করি সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় যেমন রয়েছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তেমনি এ পেশায় রয়েছে অনেক আনন্দ। এ পেশার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা যেমন সরকারের কাছে সুস্পষ্ট রূপে উপস্থাপন করা যায় তেমনি সমাধানের পথও বাতলে দেয়া যায়। বিশেষ করে দেশকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম একটি উপায় হলো মিডিয়া। আর মিডিয়া হতে পারে ইলেকট্রনিক্স অথবা প্রিন্ট । আমি সাংবাদিকতা করার মাধ্যমে এ দায়িত্বটি পালন করতে চাই। আমি হতে চাই একজন সৎ ও দক্ষ সাংবাদিক যাতে দেশের বিভিন্ন অবকাঠামোগত বিষয় গুলো ভালো ভাবে পর্যালোচনা করার মত জ্ঞান অর্জন করতে পারি। আর এ জ্ঞান অর্জন করার মাধ্যমে আমি একজন দেশের নাগরিক হিসেবে দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করতে চাই।

সাংবাদিকতা পেশা ছাড়া অন্য পেশার মাধ্যমেও এ কাজটি করা গেলেও সাংবাদিকতা হলো অন্যতম প্রধান পেশা যার মাধ্যমে এ কাজটি সহজে করা যায়। তাছাড়া এ পেশায় সম্মানের পাশাপাশি রয়েছে বিশ্বব্যাপী পরিচিত হওয়ার সুযোগ। আর ক্যারিয়ার গড়তেও সাংবাদিকতা পেশার তুলনা নেই। বর্তমানে বিশ্বব্যাপী ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সে তুলনায় ভালো মানের সাংবাদিক দেশে হাতে গোনা। আর এ সুযোগটি গ্রহন করার মাধ্যমে আমি আমার দেশের জন্য ক্ষুদ্রতম দায়িত্ব হলেও পালন করতে চাই। তাছাড়া নিজেকে সাংবাদিকতার মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলারও অন্যতম উপায়। সততা, সুশাসন, শুদ্ধাচার ও জবাবদিহিতার সাথে কাজ করতে পারলে সাংবাদিকতা পেশা মহান পেশায় পরিণত হয় আর এটা আমার জন্য একান্ত প্রয়োজন। যেহেতু আমি দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে চাই তবে সেটা হতে পারে একজন ভালো সাংবাদিক হওয়ার মাধ্যমে।। তরুন প্রজন্মের জন্য সাংবাদিকতা পেশা একটি চ্যালেঞ্জ আর আমি এ চ্যাালেঞ্জটি গ্রহন করতে চাই।

সাংবাদিক হওয়ার জন্য প্রথমেই যে জিনিসটির প্রয়োজন তা হলো খবর সম্পর্কে বোধ ও গভীরতা আর এ বিষয়টি আমার মধ্যে কিছুটা আছে বলে মনে করি। সময়ের সাথে সমানতালে চলার মানসিকতা ও স্বচ্ছ পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি গঠনের উপায় হলো সাংবাদিকতা। সাংবাদিকতার কাজে দায়িত্ব অনেক বেশি। ভালো একটি দায়িত্বকে নিজের কাধে তুলে নেয়াকে আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করতে ভালোবাসি। সাংবাদিকের জন্য দিন রাতের প্রায় চব্বিশ ঘণ্টা চোখ কান খোলা রাখতে হয়। এটার মাধ্যমে যেমন নিয়মানুবর্তিতা অর্জন করা যায় তেমনি কঠোর পরিশ্রমী হতে সাহায্য করে। সাংবাদিকতা একটা প্রাকটিসের বিষয়। এই পেশার জন্য সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয় না পড়লেও হয় তবে কঠোর পরিশ্রমী হওয়োর মাধ্যমে ভালো সাংবাদিক হওয়া সম্ভব। আর এ সুযোগটি গ্রহন করে আমি একজন ভালো নাগরিক হিসেবে যেমন দেশের উন্নয়নে অবদান রাখতে চাই তেমনি আমার জন্মভুমি বাংলাদেশকে বিশ্ব’র কাছে তুলে ধরারও সুযোগ গ্রহন করতে চাই । আর এই জন্য আমাকে সাংবাদিক হওয়া একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০৩   ৪১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সম্পাদকীয়’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
ভোলাবাণী’র পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা.
ভোলায় ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি চালু হয়নি ৩ মাসেও ।।চরম বিদ্যুৎ বিপর্যয়ে দ্বীপবাসি
দুর্যোগে জরুরি প্রস্তুতি ও সাড়া দান বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে- ভোলা জেলা প্রশাসক
ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আর্কাইভ