আবারও বলিউডে ফিরছেন নয়নতারা

প্রথম পাতা » প্রধান সংবাদ » আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



ভোলাবাণী বিনোদন ডেক্স।। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে একমাত্র ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন নয়নতারা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করে আত্মপ্রকাশ করেছেন বলিউডে। অভিষেকের প্রথম সিনেমাতেই জুটি বেঁধেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে।

‘লেডি সুপারস্টার’  নয়নতারা।

গেল মাসে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ও নয়নতারার রসায়ন দর্শকের মনে ধরেছে। এ জুটির ‘চালেয়া’ গান এখনও মানুষের মুখে মুখে। প্রথম বলিউড ছবিতে এমন সাফল্যের পরেও পরিচালকের উপর বেশ চটেছিলেন শাহরুখের দক্ষিণী নায়িকা।শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর পরে বলিউডে নাকি আর কোনো ছবিতে কাজ করতে চান না অভিনেত্রী। তবে নতুন খবর, অভিমান ভেঙে আবারও বলিউডে ফিরতে চলেছেন নয়নতারা।

‘লেডি সুপারস্টার’  নয়নতারা।

আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘বৈজু বাওরা’ ছবির কাজ। প্রাথমিকভাবে ছবিটির জন্য আলিয়া ভাট ও রণবীর সিংকে ভেবেছিলেন নির্মাতা। এ দুজন ছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে নয়নতারার কথা ভাবছেন বানসালি।সূত্রের খবর, ছবি নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন বানসালি ও নয়নতারা। চলতি বছরের মার্চেই নাকি ছবি নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন দক্ষিণী লেডি সুপারস্টার। এখন শুধু চুক্তি সই করার পালা।শোনা যাচ্ছে, চুক্তি সই শেষ হলে আগামী বছরে শুরু হবে শুটিং।

‘লেডি সুপারস্টার’  নয়নতারা।

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ দিয়ে বলিউডে অভিষেকের পরেও নিজের চরিত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন না নয়নতারা। কানাঘুষো শোনা গিয়েছিল, যখন তিনি ছবির জন্য সম্মতি দিয়েছিলেন, তখন নাকি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনিই ছবির মূল নায়িকা। ছবি মুক্তির পর তিনি উপলব্ধি করেন, ছবিতে তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে। বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা পাডুকোন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। সেই ক্ষোভের কারণেই বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।তবে বানসালির ছবির জন্য নয়নতারা সম্মতি দিলে আরও একবার বলিউডে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন নয়নতারা। অভিনেত্রী সেই সুযোগের সদ্ব্যবহার করবেন কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৩   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ