চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ সিইসির পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবী

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ সিইসির পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবী
শুক্রবার, ১৬ জুন ২০২৩



---চরফ্যাশন অফিস॥

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা চরফ্যাশনে বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে ইসলামী  আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাজী আলা উদ্দিন তালুকদারের নের্তৃত্বে মিছিলটি চরফ্যাশন বাজারের জনতা রোড এবং সদর রোড প্রদক্ষিণ করে সরকারি টিবি হাই স্কুল সংলগ্ন স্থানে গিয়ে সমবেত হয়। ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাজী আলাউদ্দিন তালূকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শশীভূষণ থানা শাখার সভাপতি মাওলানা ছালাউদ্দিন আইয়ুভী, ভোলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা  মো. আবু ইউছুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ছালাউদ্দিন বেলালী, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম,ইসলামী ছাত্র আন্দোলনের  ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মো.হাফিজ আর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগন তথা সারা বিশ্ববাসী দেখেছে পীর সাহেবকে মেরে রক্তাক্ত করা হয়েছে। কিন্তু  সিইসি বলেছেন চরমোনাই পীর কি ইন্তেকাল করেছেন ? আমরা রক্ত ক্ষরণ দেখিনি এমন কথা বলে সিইসি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি প্রমান দিয়েছেন তিনি একজন দলীয় কর্মী। এই সিইসির অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়না উল্লেখ করে  তারা সিইসির পদত্যাগ এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৫   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ