রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক

প্রথম পাতা » কৃষি ও প্রকৃতি » রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
শুক্রবার, ১০ মে ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।। 

ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেছেন ভোলায় প্রায় দুই লক্ষাধিক মানুষ রয়েছে যারা সব সময় বিভিন্ন দুর্যোগের সম্মুখিন হয়। তাদের বাদ রেখে জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এরা অধিকাংশই জেলে মাছ শিকার করেই জিবিকা নির্বাহ করে আসছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকল জিও এনজিও দের ও এগিয়ে আসতে হবে।

 

রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বুধবার গ্রামীন জন উন্নয়ন সংস্থার হল রুমে আয়োজিত (আরএইচএল) প্রকল্পের অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা গুলো বলেন। তিনি আরো বলেন এখনই সময় জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা। পরিবেশ রক্ষায় সবাই একজোট হয়ে কাজ করলে আমরা সুন্দরভাবে বাচতে পারবো এবং এ সবুজে ঘেড়া ঘেরা দেশটাকে বাচিয়ে রাখা যাবে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের গ্রীন ক্লাইমেন্ট ফান্ডের অর্থায়নে রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পটির অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ভোলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বণ কর্মকর্তা ড. মোঃ জহিরুল হক, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারিসুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, গ্রামীন জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপকুলীয় অতিদরীদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু বসতভিটা নির্মান। প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাঁদের উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদান করা। প্রকল্পটির মাধ্যমে সাতটি উপকূলীয় জেলার (কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা) প্রায় তিনলক্ষ অতি দরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

প্রকল্পটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন সহনশীল বাড়ি নির্মাণ/পুনঃনির্মাণ/বসতভিটা উচুকরণ, কাঁকড়া হ্যাচারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, মাঁচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন, বসতবাড়ীর আঙ্গিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ, বাড়ীর আঙ্গিনায় এবং কাঁকড়া ঘেরে ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি বাংলাদেশের সাতটি উপকূলীয় জেলার জলবায়ু-ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানের ক্রমোন্নয়ন উন্নয়ন ঘটবে। প্রকল্পটি ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা এলাকায় কাজ করবে। প্রকল্পের কর্মকান্ড নিয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন পিকেএসএফ এর (আরএইচএল) প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শেখ নজরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার, বোরহাউনউদ্দিন টবগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি সাংবাদিক আদিল হোসেন তপু, গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রিন্সিপ্যাল অফিসার তানজিলা সুমি অংশ নেয়।

বাংলাদেশ সময়: ৮:৫৭:৪১   ১২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও প্রকৃতি’র আরও খবর


ভোলা সদরে পারিবারিক পুষ্টি-বাগানের উপকরণ বিতরণ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনেভোলার চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভোলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভোলায় রাতের আধারে কৃষকের করলা ক্ষেত উপড়ে দিল দুবৃর্ত্তরা
ক্যাপসিকাম চাষে সফল ভোলার কৃষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ
শশীভূষনে বেবি তরমুজ চাষে আমিরের সাফল্য
জিআই স্বীকৃতি পেল ভোলার মহিষের দুধের কাঁচা দই
১০ জেলায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি
ভোলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭৬ হাজার হেক্টর জমিতে

আর্কাইভ