দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোলা-৩ আসনের জনগণের সেবা করাই আমার লক্ষ্য: ইঞ্জিনিয়ার আবু নোমান

প্রথম পাতা » প্রধান সংবাদ » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোলা-৩ আসনের জনগণের সেবা করাই আমার লক্ষ্য: ইঞ্জিনিয়ার আবু নোমান
শনিবার, ১৭ জুন ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের নেতা, বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি) বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। সামনে নির্বাচন, নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে একটি লোকও না খেয়ে মারা যাবে না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। প্রতিটি গ্রামে মানুষ শহরের মতো সুবিধা পাচ্ছে।

তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করবো। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার জীবনের একটাই লক্ষ্য, লালমোহন-তজুমদ্দিনের মানুষের জন্য কিছু করা।

শুক্রবার (১৬ জুন) রাতে রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বুয়েটের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, লালমোহন-তজুমদ্দিনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও খেলাধুলার উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরী, নদীভাঙন রোধ, বিদ্যুৎ সমস্যার সমাধান, আধুনিক প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি প্রভৃতি নিয়ে আমার রয়েছে বিশেষ পরিকল্পনা।

ভোলা-৩ আসনের জনগণের সেবা করাই আমার লক্ষ্য: ইঞ্জিনিয়ার আবু নোমানতিনি আরও বলেন, ‘নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। নৌকার ওপর ভরসা রাখতে হবে। কারণ এই আওয়ামী লীগের নৌকা বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে। সেজন্য সামনের নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে আবারো বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৭   ১১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ