সেলিম রানা।। ভোলাবাণী।।
চরফ্যাশন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে কুরআন খতম, স্বাধীনতার গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ শে মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চরফ্যাশন থানার ওসি সাখাওয়াত হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনে মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল।এই সময় ২২ টি ইউনিয়নের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতার সময় যারা দেশ রক্ষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, জাতি তাদের কে যুগ যুগ ধরে স্বরণ করবে। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৫ ২৮৪ বার পঠিত |