মিজান নয়ন, চরফ্যাশন অফিস॥
বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম বুধবার চরফ্যাশন ব্রজ গপাল টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব ঢাকা থেকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারন পূর্বক আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন ফেজ-টু- শির্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প ও কারিগরি সহয়তা কেন্দ্র (বিটাক) এটু আই ও একশন এইড আয়োজিত সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিটাকের মহা পরিচালক আনোয়ার হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. মোরশেদ, বিটাক’র পরিচালক (প্রশাসন) মো.মুহসিন, সেপা’র প্রকল্প পরিচালক ইকবাল হোসেন পাটোয়ারী,চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির হোসেন শুভ্র প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। পর্যায় ক্রমে চরফ্যাশনের আগ্রহী সকল বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানে ৫০জন যুবক ও যুব নারীকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
উপজেলার ২১টি ইউনিয়নে সহ¯্রাধিক বেকার যুবক ও যুব নারী এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৯ ৫৫ বার পঠিত |