ভোলার ছেলে সুজন মাহাবুব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে

প্রথম পাতা » বিনোদন » ভোলার ছেলে সুজন মাহাবুব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে
রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬



---মোঃ জসিম জনি : ‘ভোলা বাণী : আহত ফুলের গল্প’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবার চলচ্ছিত্রে নাম লেখালেন ভোলার ছেলে সুজন মাহাবুব। লালমোহনের সাংস্কৃতিক সংগঠন তোলপাড় কৃষ্টি সংসার এর শিল্পী সুজন মাহাবুব টেলিভিশনে নাটক, বিজ্ঞাপনে মডেল হবার পর তাকে দেখা যাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্ছিত্র ‘আহত ফুলের গল্পে।

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা বাধা হয়ে দাঁড়িয়েছে নারীর পথচলায়। সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও প্রযুক্তির অসৎ ব্যবহারে দুর্বিষহ হয়ে ওঠে তাঁদের জীবন। এমন বিষয় নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আহত ফুলের গল্প।
ছবিতে সুজন মাহবুবের চরিত্রের নাম ‘সবুজ’। গ্রামের স্কুলে পড়াকালে একই স্কুলের শাপলার সাথে সবুজের সম্পর্ক গড়ে ওঠে। অবুঝ এই সম্পর্ক এক সময় ভালোবাসায় রূপ নেয়। শাপলা যখন একটু বুঝতে শেখে তখন তাকে পরিবার অল্প বয়সেই বিয়ে দিতে উঠেপড়ে লাগে। বিয়ের জন্য পাত্র খুঁজে পরিবার। মেয়ের নিরাপত্তা আর ধর্মকর্ম ঠিকমতো পালন করে এমন একজন গ্রামের হুজুরের কাছে শাপলার বিয়ে দেয়। বিয়ের পর শাপলা তার স্বামী মোল্লা হুজুরের নিয়মের জালে বন্ধি হয়ে থাকে। তার মানসিক যন্ত্রণা আর সবুজের জন্য ভালোবাসার দহনে জ্বলতে থাকা নিয়ে ছবির কাহিনী এগিয়ে যায়। অন্যদিকে শাপলার বিয়ে হয়ে যাওয়ায় সবুজ তার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে। শাপলা তখন কাঁদে সবুজের সামনে। আর তা দেখে ফেলে মোল্লা হুজুর। সবুজকে ধরে নিয়ে চেয়ারম্যানকে দিয়ে শাস্তি দেওয়ায়। এলাকা ছাড়তে বাধ্য করে তাকে। সবুজ মনের দুঃখে গ্রাম ছেড়ে শহরে চলে যায়।

ছবিটি আগামী জানুয়ারিতে মুক্তি দেওয়ার কথা বললেন পরিচালক অন্ত আজাদ। শুটিং শেষ পর্যায়ে। এ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে পঞ্চগড়ের মাটিয়ারপাড়া গ্রামে। পরিচালক বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাব। তারপর কয়েকটি সিনেমা হলে মুক্তি দেব।’

ছবির কেন্দ্রীয় শাপলা চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া খান ও সবুজ চরিত্রে সুজন মাহাবুব। এছাড়াও এ ছবিতে আছেন গাজী রাকায়েত, আলী আহসান, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুণ্ডু প্রমুখ। ছবিতে পঞ্চগড় জেলার আঞ্চলিক বিয়ের গান ব্যবহৃত হয়েছে। আছে রবীন্দ্রনাথের গান ও নজরুলের কবিতা। দুটি মৌলিক গান লিখেছেন সোলায়মান আকন্দ ও শাহিন আহমেদ।

সুজন মাহাবুব এর আগে কয়েকটি টেলিভিশনে নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে চলছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, দেখিয়ে দাও বিশ্বকে’ শীর্ষক প্রতিভা অন্বেষণধর্মী বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে ‘তিন মিনিটের ভেতর এপার-ওপার করতি পারলিই কলার সঙ্গে মোল্লার ছানা-সন্দেশ দুই কেজি’ সংলাপে টেলিভিশনে পরিচিতি পাওয়া সুজন মাহবুবকে নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। সুজনের ছোটকাল থেকে বেড়ে ওঠা ও শিক্ষা জীবন লালমোহনে হলেও তার বাড়ি মনপুরা উপজেলায়।

বাংলাদেশ সময়: ৯:২৩:১৫   ৪০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ