চরফ্যাশনে জলবায়ু জনিত বিপদাপন্নতা হ্রাসে বনায়ন ও পুনঃবনায়নে কর্মসূচী শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে জলবায়ু জনিত বিপদাপন্নতা হ্রাসে বনায়ন ও পুনঃবনায়নে কর্মসূচী শীর্ষক কর্মশালা
মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস.ভোলা বানী ॥
চরফ্যাশনে জলবায়ু জনিত বিপদাপন্নতা হ্রাসে সচেতনতা সৃষ্টি,প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত ও পরমর্শের জন্য পরিবেশ ও বন মন্ত্রনালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) যৌথ উদ্দ্যোগে  বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচী শির্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্্র কনফারেন্স কক্ষে আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, মৎস্য কর্মকর্তা মো.রেজাউল করিম ও সিনিয়র এ এসপি চরফ্যাশন সার্কেল এস.এম. মিজানুর রহমান। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক ড.মোহাম্মদ মোজাম্মেল ,বিভাগীয় বন কর্মকর্তা ভোলা মো.ফরিদ মিয়া, দৈনিক ইত্তেফাক’র চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়ন, জাহানপুর ইউপি চেয়ারম্যান নসু মিয়া, আইসিবিএএআর প্রকল্পের কমিউনিকেশন অফিসার কবীর হোসেন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো.শফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় ভোলা ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জলবায়ু নিয়ে কর্মরত ব্যক্তি ও সংস্থার প্রতিনিধি, চেয়ারম্যান ,সাংবাদিক এবং গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, এপর্যায়ে ৬০হাজার অতিদরিদ্র উপকূলবাসীর জলবায়ু সহনশীল বৈচিত্রময় জীবিকায়ন সহায়তা প্রদান ও ৬৫০ হেক্টর ম্যানগ্রোভ বনায়নের জন্য বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর অংশ গ্রহণে বনায়ন ও পুনঃ বনায়নে অভিযোজন কমসূচী (আইসিবিএ-এআর) প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে দেশের সর্বাধিক জলবায়ু বিপদাপন্ন জেলা ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, ও পিরোজপুর জেলার ৯টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। যার মধ্যে ভোলার চরফ্যাশন,মনপুরা এবং তজুমদ্দিন উপজেলা রয়েছে।
প্রকাশ, ২২মার্চ ঢাকার সিরডাপ মিলনায়তনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র উদ্ধোধনের মধ্য দিয়ে এ প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২২:০৪:১২   ৪৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ