মুক্তিযুদ্ধের নাটক ‘সূর্য উঠার আগে’ অভিনয় করছেন সাঈদ বাবু

প্রথম পাতা » বিনোদন » মুক্তিযুদ্ধের নাটক ‘সূর্য উঠার আগে’ অভিনয় করছেন সাঈদ বাবু
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী : আলোর মিছিল নামে স্থানীয় পত্রিকা ছবিসহ খবর ছেপেছে ‘জনদরদী’ নেতা চুনী মিঞা আসছেন রোগে ভোগা ও হতাশাগ্রস্ত মানুষকে বেঁচে থাকার আশ্বাস দিতে। খবরটা পড়ে সত্তর বছরের সখিনার মনে পড়ে গেলো মুক্তিযুদ্ধের সময়কার কথা।

চুনী ছিলেন রাজাকারদের শিরোমণি। যুদ্ধের সময় তার স্বামী শাকিবকে ধরে নিয়ে যায়। পরে তাকে জিন্মি করে স্বামীকে লুটপাট আর অপকর্মের সহযোগী হিসেবে গড়ে তোলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি চুনীর। কারণ একসময় জানা যায় শাকিবের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যোগাযোগ রয়েছে।

একসময় শাকিবকে হত্যা করে সখিনাকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেন চুনী। পাকিস্তানি সেনারা পরাজয়ের গন্ধ পেয়ে সখিনাকে ফেলে পালিয়ে যায়। চুনী তখন সখিনাকে নিজে ভোগ করেন। একসময় দেশ স্বাধীন হয়, চুনীরাও পালিয়ে বাঁচেন। সখিনাও যেন কেমন করে বেঁচে যায়।

বর্তমানে সখিনা একজন প্রতিষ্ঠিত নার্স। মানুষের সেবা করে জীবনযাপন করেন। প্রত্রিকায় খবরটা পড়ে তার মনে আগুন জ্বলে ওঠে, প্রতিশোধের আগুন। তিনি সাহায্যপ্রার্থী হয়ে একান্তে দেখা করেন চুনী মিঞার সঙ্গে।

রাবেয়া খাতুনের এমনই গল্প থেকে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘সূর্য উঠার আগে’। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন অপর্ণা, সাঈদ বাবু, আব্দুল্লাহ রানা প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে ১৬ ডিসেম্বর রাত ৮টায় প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২০:১৮:২৯   ২৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ