চরফ্যাশনে ঈদের আগে দুস্থদের ঈদ ভিজিএফ বিতরণে অনিশ্চয়তা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ঈদের আগে দুস্থদের ঈদ ভিজিএফ বিতরণে অনিশ্চয়তা
বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭



---মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস॥
চরফ্যাশন পৌরসভা ও ১৯টি ইউনিয়নে তালিকাভুক্ত মোট ৩২হাজার ৪৫১টি দুস্থ পরিবার এবছর ঈদের আগে তাদের নামে বরাদ্ধকৃত সরকার প্রদত্ত খাদ্য সহায়তা(ঈদ ভিজিএফ) পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে । জানাগেছে, প্রতিবছর ঈদে খাদ্য সহায়তা হিসেবে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হতো। এবার চালের পরিবর্তে গম দেয়ার সিদ্ধান্তে স্থানীয় গুদাম সমুহে গম মজুদ না থাকায় খুলনা খাদ্য গুদাম থেকে গম আনতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ক্যারিংপাটি এবং একার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একাধিক সুত্র জানায়, আজ বৃহস্পতিবার খুলনায় গম লোড দেয়ার কাজ শুরু হয়েছে। লোড করতে ২-১দিন, লোড শেষে আসতে ২-৩দিন এবং চরফ্যাশনে আসার পর গুদামজাত করতে ২দিন সময় লেগে যাবে। এতে দুস্থদের মাঝে ঈদের আগে গম বিতরণ অনিশ্চিত বলে মনে করছেন তারা।

চরমাদ্রাজ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার বলেন,শুনেছি মাল লোড হচ্ছে। এই মাল আসার পর সোমবার ঈদ হলে মনে হয় ঈদের আগে বিতরণ সম্ভব হবে না।
আবু বকর পুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার বলেন, ডিও হয়েছে কিন্তু চাল গম কিছু নাই। প্রকল্প বাস্তবায়ন অফিস বলছে শনিবার পর্যন্ত আসতে পারে, সোমবার ঈদ হলে আমরা এই মাল নিয়ে কি করবো?
চরফ্যাশন উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,শেষ সময়ে চালের পরিবর্তে গম দেয়ার সিদ্ধান্তে গুদামে প্রয়োজনীয় গম মজুদ না থাকায় খুলনা থেকে গম আনতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনায় গম লোড দেয়ার কাজ শুরু হয়েছে। লোড শেষে আসার পর জনপ্রতিনিধিদের মাধ্যমে তা দুস্থদের মাঝে বিতরণ করা হবে। ঈদের আগে বিতরণ নিশ্চিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আরে ভাই গম আসলেই না দিতে পারবো। তবে গুদামে যে গম আছে তা কিছু কিছু ইউনিয়নের দেয়ার চেষ্টা করছি। কোন কোন ইউনিয়নে দেয়া হবে বা কি পরিমান গম আছে তাও তিনি ষ্পষ্ট করে বলতে পারেন নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আনিসুর রহমান বলেন,ডিও ছাড় করে খাদ্য অফিসকে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসক এবং খাদ্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। আমরা ঈদের আগেই তা দুস্থদের মাঝে বিতরণের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৪   ২১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ