স্টাফ রিপোর্টার
চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সরকারি জলাশয়ের মাটি ড্রেজার দিয়ে খনন করে অন্যত্রে নিয়ে যাওয়ার কারণে সেখানের মুজিব কিল্লাটি ভাঙন ঝুঁকিতে চলে যাচ্ছে।
স্থানীয় সুত্রে জানাগেছে,বন্যায় গবাদিপশুর সুরক্ষায় সরকারি খাস জমিতে সরকারি খরচে কিল্লাটি নির্মিত হয়।
সরেজমিনে গেলে কিল্লা সংলগ্ন এলাকার বাসিন্দা ইব্রাহিম,রায়হান ও মফিজল ইসলাম জানান, স্থানীয় ছাত্তার, জাকির, বাবুল, ভুট্টু এবং ড্রেজার মালিক কবির পাটোয়ারী কিল্লাটি নির্মাণে সৃষ্ট জলাশয় থেকে মাটি বিক্রি করেছেন যা ড্রেজার মেশিনে কেটে অন্যত্রে নেয়া হচ্ছে। ফলে কিল্লা সংলগ্নে গভীর কুপের সৃষ্টি হয়ে কিল্লাটি ভাঙন ঝুঁকিতে পড়ছে। ইতিপুর্বেও এরা একাধিক বার সরকারি এ জলাশয়টির মাটি বিক্রি করেছেন বলেও অভিযোগ তাদের। তবে সরেজমিনে গিয়ে ড্রেজিং মেশিনটি বন্ধ দেখা গেছে। স্থানীয়রা জানান, মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় কাজ বন্ধ আছে।
বাবুল বলেন, কিল্লার পাশের জলাশয়টি সরকারি নয় আমাদের মালিকানাধীন জমি। আমরা মসজিদের কাজে কিছু মাটি দিয়েছিলাম কিন্তু কিল্লার পাশের জমি মালিকানাধীন হলেও মাটি কাটা যাবেনা জানতে পেরে আমরা ড্রেজার মালিক কবির পাটোয়ারীকে ড্রেজার নিয়ে যেতে বলেছি।
হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, জলাশয় এবং কিল্লাটি সম্পূর্ণ সরকারি। আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মালিক কবিরকে মাটি কাটার খরচ বাবদ মসজিদ কমিটি থেকে নেয়া টাকা ফিরিয়ে দিতে এবং ড্রেজার নিয়ে যেতে বলেছি।
সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ বলেন, সরকারি সম্পদ কেউ যাতে তছরুপ করতে না পারে তদন্ত সাপেক্ষে এ কাজে জড়িতদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১:২৪:৩৩ ১৫৪ বার পঠিত |