লালমোহনে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---

আমজাদ হোসেন, (লালমোহন প্রতিনিধি) ভোলাবাণী: ভোলার লালমোহনে সাংবাদিকসহ ৩ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক বর্তমান ও পরিবর্তনের উপজেলা প্রতিনিধি মোঃ শরিফ আল- আমিন ও তজুমদ্দিনের ইলেকটেশিয়ান মোঃ দুলাল গুরুতর আহত হন।

অন্যদিকে একই দিন দুপুর ১২ টার সময় উপজেলার ফরাগঞ্জ ইউনিয়নের আনিছল মিয়ার হাটের মোঃ নাছির (৬৫) লালমোহন ফায়ার সার্ভিস এলাকায় গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাংবাদিক শরিফ আল- আমিন ও মোঃ দুলাল মটর সাইকেল যোগে লালমোহন আসছিল। আসার পথে লালমোহন উপজেলার নতুন বাজার এলাকায় আসলে একটি নসিমন তাদের মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। সেখানে সাংবাদিক শরিফ আল-আমিন গুরুতর আহত হন।

মটর সাইকেলের ওপর আরোহী মোঃ দুলাল জানান, আমি আর শরিফ আল-আমিন লালমোহনের দিকে মটর সাইকেল যোগে আসছিলাম। আমরা নতুন বাজার এলাকায় আসলে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে আমাদের মটর সাইকেলটি দূর্ঘটনার কবলে পরে। এতে করে শরিফ আল-আমিন গুরুতর আহত হয়। পরে আমি স্থানীয়দের সহযোগীতায় তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসি।

অন্যদিকে দুপুর ১২ টার দিকে লালমোহন ফায়ার সার্ভিস এলাকায় রিক্সা দিয়ে বাড়ী যাবার পথে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আনিছল মিয়ার হাট এলাকার মোঃ নাছির (৬৫) গুরুতরআহত হয়েছে।

রিক্সা চালক শাহাবুদ্দিন জানান, আমি নাছির মিয়াকে লালমোহন বাজার থেকে আনিছল মিয়ার হাটের দিকে নিয়ে যাচ্ছি। পথিমধ্য পেছন থেকে অটো (বোরাক) এসে ধাক্কা দেয়। তখন নাছির রিক্সা থেকে পরে গেলে অটোর সাথে তার মাথায় রক্তাক্ত জখম হন। পরে লালমোহন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে লালমোহন হাসপাতালে নিয়ে যান।

কতব্যরত চিকিৎসক নাছিরের অবস্থা আশংকা জনক বলে জানান।

বাংলাদেশ সময়: ৯:৪৫:২৬   ৯৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ