ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি।।

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে অবৈধ বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকারের মহোৎসব। মৎস্য বিভাগের তেমন অভিযান না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে মৎস্য শিকারীরা।
শিকারীদের নিষিদ্ধ জালে বাগদা-গলদার রেনুর সঙ্গে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছের রেণুও। এতে করে প্রতিদিনই ধ্বংস হচ্ছে প্রায় এক কোটি বিভিন্ন প্রজাতির মাছের রেণু।

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার তুলাতুলি পয়েন্টের মেঘনা নদীতে দলবেঁধে অবাধে অবৈধ বাগদা ও গলদার রেণু শিকারে ব্যস্ত জেলেরা। নিষিদ্ধ মশারি ও নেট বেহুন্দী জাল দিয়ে নদী থেকে তারা শিকার করছেন বাগদা ও গলদার রেণু। আর চিংড়ির রেণুর সঙ্গে ওই জালে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছের রেণুও। শিকারীরা বাগদা ও গলদার রেণু বেছে বেছে পাত্রে রেখে ফেলে দিচ্ছেন অন্যান্য প্রজাতির মাছের রেণুগুলোকে। এতে করে প্রতিদিনই বাগদা ও গলদা রেণুর সঙ্গে ধ্বংস হচ্ছে অন্যান্য প্রজাতির কোটি কোটি মাছের রেণু।

শুধু তুলাতুলি নয়, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলাসহ জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই বাগদা-গলদা রেণু শিকারের মহোৎসব চলছে।

ভোলা চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বাগদা ও গলদা রেণু শিকারী সামছুদ্দিন,মোঃআমির আলী,আঃখালেক মাঝি জানান, তারা মেঘনা নদীতে ইলিশ শিকার করেন। প্রতি বছর এ সিজনে তারা নদীতে বাগদা ও গলদার রেণু শিকার করেন। এটি শিকারের কাজে ছোট মশারি ও নেট বেহুন্দী জাল ব্যবহার করেন। প্রতিদিন তারা একেক জন ৭০০-১০০০ পিস বা তারাও অধিক বাগদা ও গলদার রেণু শিকার করে থাকেন। প্রতি পিস রেণু তারা ব্যাপারীদের কাছে দেড় টাকা করে পিস বিক্রি করে থাকেন।

দক্ষিন আইচা থানার তেঁতুলিয়া পাড়ের বশির মাঝি,সামছুদ্দিন,ও আহিদ মাঝি জানান, তাদের জালে বাগদা ও গলদার রেণুর সঙ্গে অন্যান্য মাছের রেণুও উঠে আসে। তারা বাগদা ও গলদার রেণু বেছে অন্যান্য মাছের রেনু ফেলে দেন।

তারা আরও জানান, রেণুর সিজনে সবাই কম বেশি ব্যাপারীদের কাছ থেকে ১০-৩০ হাজার টাকা দাদন এনেছেন। আর বাগদা ও গলদার এসব রেণু তাদের কাছ থেকে ব্যাপারীরা কিনে নিয়ে বিভিন্ন হাত ঘুরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার পাইকারি আড়তে বেশি দামে বিক্রি করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বছরের এপ্রিল, মে ও জুন মাস নদীতে বাগদা ও গলদা রেণু ছড়িয়ে পড়ে। আর কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বাগদা ও গলদার রেণু শিকার করেন। তাদের বিরুদ্ধে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:২৫:০৩   ১৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি: মেজর হাফিজ
বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত
দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের
ভোলায় তারুণ্যের উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
ইসলামী আন্দোলন বাংলদেশের আয়োজনে ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চরফ্যাসনে ব্যবসায়ীদের দখলে মহাসড়ক

আর্কাইভ