শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না- ডিপজল

প্রথম পাতা » বিনোদন » শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না- ডিপজল
রবিবার, ১৮ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। আমাদের দেশের কোনো স্যাটেলাইট চ্যানেল, সিনেমা ইন্ডিয়াতে চলে না। তাহলে এদেশে ইন্ডিয়ান চ্যানেল, ছবি কেন চলবে? আমাদের দেশে যারা ইন্ডিয়ান ছবি দেখেন তারা এটা বর্জন করুন। শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না।

চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে এসে রোববার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করার সময় কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, ইন্ডিয়ান বা ভিনদেশি ছবির অবৈধ মুক্তি এদেশে বন্ধ করতে যত প্রতিবাদ করা লাগে আমরা করব। সিনেমা হলের কিছু মালিক দালালদের সঙ্গে হাত মিলিয়েছেন। যদি এদেশে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি চলে তবে সিনেমা হল সিলগালা করা হবে।

জনপ্রিয় এই খল অভিনেতা সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করেন। ডিপজল বলেন, সেন্সর বোর্ডে যারা আছেন তারা আমাদেরই মানুষ। তারা যে কাজ করছেন সেটা খুব একটা ভালো কাজ করছেন না। এর দায় তাদের নিতেই হবে।

ডিপজল বলেন, টাকা খায় মানুষ। কিন্তু সেন্সর বোর্ডের সদস্যরা যেভাবে টাকা খেয়ে অনিয়ম করছে সেটা খুব খারাপ করছে। কারণ, বিষয়টা আজ প্রকাশ্য হয়ে পড়েছে। সবখানে বলাবলি হচ্ছে অর্থের বিনিময়ে রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করা ছবিগুলোকে দিনের পর দিন ছাড়পত্র দিয়ে চলেছে সেন্সর বোর্ড।

বক্তব্য শেষে এই অভিনেতা সেন্সর বোর্ডের ভেতরে প্রবেশ করেন। এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই আন্দোলনকারীদের সঙ্গে জরুরি সভায় বসবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময়: ১৮:২৮:২৪   ৫০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ