কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে হ্যাট্রিক পদক পেলেন বাংলাদেশের সন্তান জাকির হোসেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে হ্যাট্রিক পদক পেলেন বাংলাদেশের সন্তান জাকির হোসেন
রবিবার, ১৮ জুন ২০১৭



কুয়েত ধর্ম মন্ত্রনালয়ের শায়েখ ডক্টর খালিদ মুহাম্মদ আসসুবাইহী এ সম্মাননা পদক তার হাতে তুলে দেন।

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে পর পর তিন বার পদক পেলেন বোরহানউদ্দিন কুয়েত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাকির হোসেন সোস্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

১৭ জুন ২০১৭ ইং ২১ রমজান কুয়েত ধর্ম মন্ত্রনালয়ের শায়েখ ডক্টর খালিদ মুহাম্মদ আসসুবাইহী এ সম্মাননা পদক তার হাতে তুলে দেন।

তিনি ৪১টি দেশের প্রতিনিধিদের মধ্যে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে কুয়েত সংস্থার কাছ থেকে এ পুরস্কার অর্জন করেন। তিনি পুরোও বাংলাদেশে ৩৭০ এর অধিক মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, অসংখ্য টিউবওয়েল ও গরিব দু:খি, এতিম মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা ও লেখাপড়ার খরচ এর কাজ সুনামের সাথে দায়িত্ব পালন করায় কুয়েত সংস্থা তাকে এ সম্মান জানান।

এছাড়া তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পর পর ৩ বার রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন।

জাকির হোসেন সোস্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন বলেন, কুয়েত সংস্থার কাজ সঠিক এবং দায়িত্বের সাথে পালন করায় তারা আমাকে এবার সহ ৩ বার পদক প্রদান করেন। এ কাজগুলো আমার একার পক্ষে সম্ভব হতো না যদি বাংলাদেশের জনপ্রতিনিধি সহ সকল নাগরিক এ কাজগুলোর সার্বিক সহযোগিতা না করতেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:১৪   ১১৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ