সানি-অমিতের প্যানেলে শাকিব খান

প্রথম পাতা » বিনোদন » সানি-অমিতের প্যানেলে শাকিব খান
বৃহস্পতিবার, ৪ মে ২০১৭



---

ভোলাবাণী: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন চলচ্চিত্রের শিল্পীরা। তিনটি প্যানেল করে চলছে নির্বাচনী প্রচার। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ওমর সানি ও অমিত হাসান প্যানেল থেকে মোট ২০ জন মনোনীত শিল্পীকে পরিচয় করিয়ে দেওয়া হয় ভোটারদের মাঝে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী ওমর সানি ও সাধারণ সম্পাদক প্রার্থী অমিত হাসান। বয়োজ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে নায়ক আলমগীর, জাবেদ, আনোয়ারা ছাড়াও ছিলেন চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নায়ক শাকিব খান।

সভাপতি প্রার্থী সানি ও সাধারণ সম্পাদক প্রার্থী অমিতের সঙ্গে সহসভাপতি হিসেবে নির্বাচন করছেন নাদের খান। সহসম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক রিনা খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেক জান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক আমির সিরাজী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদে নির্বাচন করছেন আহমেদ শরীফ, অরুনা বিশ্বাস, মৌসুমী, ফেরদৌস, শহিদুজ্জামান সেলিম, দিপুল, জেসমিন, মো. রমিজ উদ্দিন, মো. সাইফুল, আকতার ও সুশান্ত।

অনুষ্ঠানে নায়ক আলমগীর বলেন, শিল্পী সমিতির নির্বাচন মানে শিল্পীদের নির্বাচন, এখানে আমরা সবাই ভাই ভাই। আমরা একে অপরের বিষয়ে এমন কিছু বলব না যেন পরশু চোখের দিকে তাকাতে কষ্ট হয়। এর মধ্যে একটু কষ্টও পেয়েছি কারণ গতকাল এফডিসিতে মিশা-জায়েদখান প্যানেলের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। সেখানে অনেক সিনিয়র শিল্পী উপস্থিত ছিলেন। আমিও এফডিসিতে ছিলাম, কিন্তু আমাকে কেউ সেই অনুষ্ঠানে ডাকেনি। বিষয়টিতে আমি কষ্ট পেয়েছি। তাহলে কি আমি তাদের দাওয়াতের উপযুক্ত নই। যাই হোক, সবাই মিলে এমন একটি প্যানেলকে নির্বাচিত করুন যারা কাজ করতে পারে। সব সময় সবার পাশে থাকে।

শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান বলেন, দুইবার এই সমিতির সদস্যরা আমাকে সভাপতি বানিয়েছেন, আমরা চেষ্টা করেছি সমিতির উন্নয়ন করতে। আপনারা চার বছর আগের শিল্পী সমিতির আর এখনকার সমিতিতে যদি পার্থক্য দেখে থাকেন তা হলে আমরা কিছু করেছি। আমার মনে হয় ওমর সানি-অমিত হাসান ভালো একটি প্যানেল করেছেন, আপনারা ভোট দিয়ে তাঁদের জয়ী করুন। আর আমি নির্বাচন না করলেও একজন শিল্পী হিসেবে সব সময় আপনাদের পাশে আছি। আমাকে যখনই ডাকবেন তখনই পাশে পাবেন।

এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন শাকিব খান আর সাধারণ সম্পাদক হন অমিত হাসান। ওই নির্বাচনে নায়ক ওমর সানী সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৬   ৩১৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ