মিজান নয়ন,চরফ্যাশন অফিস॥
ভোলার চরফ্যাশনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জম্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপত্বিতে মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া , মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ, চর কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, শশীভূষণ থানার ওসি মু. এনামুল হক, সাংবাদিক আমির হোসন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু নাসের।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকও সুশিল সমাজের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৭ ৮২ বার পঠিত |