চরফ্যাশন অফিস॥
ভোলার চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ মো. আজগর (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছেন দুলারহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে দুলারহাট থানার গাছিরখাল এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় দা ও ২০ পিস নেপালী উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ গ্রামের জালাল আহমেদের ছেলে। দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আজগর দুলারহাটের গাছির খাল এলাকা থেকে নাজিরপুর গামী আল আরাফা নামের একটি যাত্রীবাহী লঞ্চে দেশীয় অস্ত্র নিয়ে যাচ্ছে গোপন এমন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশের একটি টিম লঞ্চটিতে অভিযান চালায়। এসময় তার কাছে বস্তাভর্তি একটি দেশীয় দা ও ২০টি নেপালী পাওয়া যায়।
দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন জানান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আজগরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৩ ৮৩ বার পঠিত |