স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।ভোলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. মহিবুল্লাহ (৪৫) নামের এক কৃষেকর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার ইলিশা ও বরিশালের মেহেন্দীগঞ্জের রাজাপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কালুপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্বজনরা জানান, কৃষক মহিবুল্লাহ মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ তার পাশে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শামীম আহেমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ৮:৩৮:২২ ১১৫ বার পঠিত | কৃষকবর্জপাতভোলামৃত্যু