এম এইচ ফাহাদ।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা’র সভাপতিত্বে, উক্ত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু,এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু,জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, এডভোকেট জাহাঙ্গীর আলম,সালাউদ্দিন লিংকন
জেলা আ’লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের জেলা উপজেলা, পৌর, ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এসময় বক্তব্য মহান স্বাধীনতা যুদ্ধে ও পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতা, সাহসিকতা আত্মত্যাগ ও অনুপ্রেরণার কথা আলোচনা সভায় তুলেধরেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুর বন্ধীদশায় একদিকে যেমন তাকে রাজনৈতিকভাবে সাহস যুগিয়েছেন অন্যদিক নিজের সংসার ও তাঁর ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাবস্থাও করেছেন। নেতাদের দিতেন সলাপরামর্শ ও উপদেশ। আজ ৯৩তম জন্মদিনে বাংলার মহীয়সী নারীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন আলোচিত সভার বক্তরা।
বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৫ ২৮৩ বার পঠিত | জন্মবার্ষিকী পালিতবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবভোলা