ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।
ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে আবুল কালাম নামের এক বাস যাত্রীকে অজ্ঞান করে এক লাখ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় অজ্ঞান পাটির দুই সদস্যকে টাকাসহ আটক করে পুলিশে দিয়েছে বাসে থাকা অপর যাত্রীরা।

সোমবার বিকেলে উপজেলার শশীভূষণ থানার উত্তর আইচা বাজার থেকে এদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বানারী পাড়ার তেতলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো.ফারুক (৩৬) ও চরকাউয়া দিনার ৪ নম্বর ওয়াড বন্দর এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার(৩০)। এঘটনায় টাকার মালিক রসুলপুর ইউনিয়নের নাছির সরদারের ছেলে আবুল কালাম বাদী হয়ে উল্লেখিত দুই জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার পুলিশ অভিযুক্তদেরকে আদালতে সপর্দ করেছেন। শশীভূষণ থানার এসআই শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার বাস যাত্রী আবুল কালামকে অজ্ঞান করে এক লাখ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় বাসের অপর যাত্রীরা তাদেরকে হাতিয়ে নেয়া টাকাসহ আটক করে থানায় জানালে পুলিশ তাদেরকে থানায় আনে।এঘটনায় মামলা হয়েছে। এক লাখ ত্রিশ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৮:৪৯ ১৭০ বার পঠিত | অজ্ঞান পাটিগ্রেফতারচরফ্যাসন