চরফ্যাশন অফিস।।ভোলাবাণী॥
ভোলার চরফ্যাশনে গরু চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার, চোরাই গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহার করা একটি ট্রলার জব্দ করেছে শশীভূষণ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন চরকলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের মৃত মকিম আলী জমাদারের ছেলে মাইনু্িদ্দন ভুট্রু (৩২) ও মো আবু তাহের বেপারীর ছেলে মোতাহার হোসেন(৫০)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কলমী ব্রীজের উত্তর পাশের বালির মাঠ সংলগ্ন মায়া নদীর তীর থেকে অভিযুক্তদের গ্রেফতার, গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহার করা ট্রলারটি জব্দ করা হয়। শশীভূষণ থানার এস আই মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।থানা সুত্রে জানাগেছে, ২৩জুলাই রাতে কলমী ইউনিয়নের দক্ষিণ মঙ্গল গ্রামের আল আমিনের একটি গরু বাছুরসহ চুরি হয়। এঘটনায় আল আমিন থানায় সাধারণ ডাইরী করেন।
শশীভূষণ থানার ওসি ম.এনামুল হক জানান, চোরাই গরু উদ্ধারের পর তিনজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সপর্দ করা হয়েছে। মামলার অপর আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৭:০৯ ১৯০ বার পঠিত | গরু চোরশশীভূষণ