দৌলতখান ও মনপুরা উপজেলায় চলছে ভোটগ্রহণ

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখান ও মনপুরা উপজেলায় চলছে ভোটগ্রহণ
রবিবার, ১৬ এপ্রিল ২০১৭



 

ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী: ভোলার দৌলতখান ও মনপুরা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

ইউনিয়ন তিনটি হলো- দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন।

হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্ধিতা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়াসী লীগ সমর্থিত প্রার্থী হামিদুর রহমান টিপু। অন্যদিকে সাধারণ সদস্য পদেও নির্বাচন হবে মাত্র দু’টি ওয়ার্ডে।

একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্ধিতা করছেন। দুই ইউনিয়নে সদস্য পদে প্রার্থী অর্ধশতাধিক।

 

---

উপজেলা রির্টারিং অফিস থেকে জানা গেছে, মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। এছড়া পুরুষ সদস্য পদে ৩২ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন প্রার্থী লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ভোটর সংখ্যা পাঁচ হাজার ৭১১ জন এবং নারী ভোটার পাঁচ হাজার ৫৪৯ জন।

এদিকে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন ভোলাবাণীকে বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্টগার্ডসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৯   ৪০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ