ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে সরকারি আবু আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুলাই) দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় আবু আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। এতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের আনন্দ শোভাযাত্রা দৌলতখান পৌর শহরজুড়ে প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ পিয়ারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২২:০২ ৭০ বার পঠিত | আবি আব্দুল্লাহ কলেজএমপি মুকুলজাতীয়করণসংবর্ধনা