ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন

প্রথম পাতা » দৌলতখান » ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



এম.আনোয়ার হোসেন।।ভোলাবাণী।। 

ভোলায় ক্যাম্প বসিয়ে বিনামূল্যে  রক্তের গ্রুপ নির্ণয়ে করছেন যুব শক্তি ফাউন্ডেশন। বৃহস্পতিবার ( ০২ নভেম্বর) দিনব্যাপী দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নম্বর দক্ষিণ মেদুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ  ক্যাম্পের আয়োজন করা হয়।


ভোলায় বিনামূল্যে  রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশনএসময় দক্ষিণ মেদুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রোকছনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মনজুর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুন নুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. সালাউদ্দিন।


যুব শক্তি ফাউন্ডেশনের উপদেষ্টা সিদ্দিক ও মিজানুর রহমান বলেন, আমাদের গ্রামের অনেক মানুষরাই নিজের রক্তের গ্রুপের নাম বলতে পারে না। এতে তাঁরা রক্ত দিতে বা নিতে উভয়ে সময় বিভিন্ন সমস্যার মধ্যে পরতে হয়। এজন্য এই সমস্যা এড়াতে প্রত্যেকে তার নিজ নিজ রক্তের গ্রুপ জানতে পাড়ে তাই আমরা আজকে ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি।


আমাদের সংগঠনটি যদিও নতুন, বিগত তিন-চার মাসে আমরা আমাদের যুব শক্তি ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ২৫০ জন কে রক্ত দিয়েছি। এবং মেদুয়া ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক মেরামত করেছি। আগামী দিনগুলোতেও আমরা এ ইউনিয়নের গরীব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবো।


এসময়ে যুব শক্তি ফাউন্ডেশন  সংগঠনের  সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শিক্ষক, সুধী, সাংবাদিক  সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:১৮   ১৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ