দৌলতখান প্রতিনিধি ॥ভোলাবাণী।।
ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশ উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাত করায় একটি সেমাই কারখানার জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গুড এগ্রো নামে ওই সেমাই কারখানার অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার জয়নগর এলাকার মো. সোহেলের মালিকাধিন গুড এগ্রো সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও নকল মোড়ক বাজারজাত করায় ওই প্রতিষ্ঠানের মালিকের ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:১৬ ১০৬ বার পঠিত |