ভোলাবাণী ।।দৌলতখান প্রতিনিধি।।
ভোলা দৌলতখান উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৬। সোমবার (১১ই মার্চ) সন্ধ্যায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আসিফ হোসেন (২০)। তিনি চরখলিফা ইউনিয়নের বাবুল মালের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল, আমজাদ, রাসেলের নাম জানা গেছে। আহতদের মধ্যে চারজন ভোলা সদর হাসপাতাল ও দুইজন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, চরখলিফা ইউনিয়নের কদমতলা নূরা মিয়ার দোকানে পার্শ্ববর্তী এলাকার ছালেম মিয়ার মেয়ে স্কুল পড়–য়া শিক্ষার্থী ঝালমুড়ি খেতে যায়। তখন নিহত আসিফের ভাই আমজাদ ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দু’পক্ষের মধ্যে সন্ধ্যা ৬টার দিকে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার এক ঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীর ভাই কবির, আহাদ, শামীম ও তাদের বন্ধু বান্ধব ৮/১০জন মিলে নিহত আসিফ, রাসেল ও আমজাদের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত্যু ঘোষণা করে। অভিযুক্ত কবির, আহাদ চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছালেম মিয়ার ছেলে।
এবিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেলকে এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় পুলিশের বক্তব্য নেওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৯:৪৯:৪১ ১৫৩ বার পঠিত | আহত-৬দৌলতখাননিহত ১সংঘর্ষে