ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
রবিবার, ১৬ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল (ডিগ্রি) প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা ২০১৫- এর ফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, গত বছরের ৩১ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফাজিল (ডিগ্রি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাজিল প্রথম বর্ষের পরীক্ষায় ৫৫ হাজার ৭৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৮৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পাশ করেছেন ৫০ হাজার ৮৯০ জন। পাশের হার ৯৫.৮৭ শতাংশ।

দ্বিতীয়বর্ষে ৪৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৩ হাজার ২৬৫ জন। পাশ করেছেন ৩৯ হাজার ৩১২ জন। পাশের হার ৯০.৮৬ শতাংশ।

তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৩৩২ জন। পাশ করেছেন ৩৭ হাজার ২৬৯ জন। পাশের হার ৯৭.২৩ শতাংশ।

ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু সাংবাদিকদের বলেন, ফলাফল রিভিউ করতে হলে পরীক্ষার্থীদেরকে আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ফলাফলের কপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:০১   ৩৪০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ