মনপুরায় শিক্ষার্থীদের সাথে অবহিতকরন সভা করেছে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’

প্রথম পাতা » মনপুরা » মনপুরায় শিক্ষার্থীদের সাথে অবহিতকরন সভা করেছে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭



 

---

(মনপুরা প্রতিনিধি) ভোলাবাণী : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার শিক্ষার্থীদের সাথে অবহিতকরন সভা করেছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। উপজেলা এলজিইডি‘র বাস্তবায়নে সভার আয়োজন করে হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়। শনিবার সকাল ১০ টায় হাজীর হাট মডের মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই অবহিতকরন সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আলমগীর হোসেনের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ পরিচালক মো: আবি আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো: ইউসুফ মেহেদী। সভায় বক্তারা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বি.সি.সি.টি) এর কার্যক্রম, কাজের পরিধি, ধরন ও মনপুরা উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা এলজিইডি‘র সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়নাধীন প্রতিষ্ঠান এর পক্ষে মো: নেয়ামুল আলম।

পরে হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠি হয়। এতে প্রথম হয়েছেন দশম শ্রেনীর মো: জসিম উদ্দিন, দ্বিতীয় হয়েছেন দশম শ্রেণীর নুশরাত জাহান ইরা, তৃতীয় হয়েছেন দশম শ্রেণীর আরজু। এসময় সকয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৬   ২৩৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ