ভোলাবাণী : বোরহানউদ্দিনে পরিবার পরিকল্পনা কার্যালয় কাম ষ্টোর এর শুভ উদ্বোধন ও হাসপাতাল ব্যবস্থাপনা মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পরিবার পরিকল্পনা নতুন কার্যালয় উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় আরোও বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্র নাথ মজুমদার, ভোলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: জহুরুল ইসলাম শাহিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইসমাইল খান, পৌর কাউন্সিলর মো: সালাউদ্দিন পঞ্চায়েত, বিশ্বজিৎ দে হারু হাওলাদার, মো: সোহাগ প্রমূখ সহ হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
বাংলাদেশ সময়: ৯:৩৭:০২ ১৭৬ বার পঠিত |