ইতিবাচক রাজনীতিতে সরকার সাড়া দেবে - মির্জা ফকরুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতিবাচক রাজনীতিতে সরকার সাড়া দেবে - মির্জা ফকরুল
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭



 

---

শিমুল চৌধুরী::: বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায়, অবশ্যই সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার। যে সরকার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে কমিশনকে সহায়তা করবে।

তিনি বলেন, বিএনপি খুব শিঘ্রই সহায়ক সরকারের রূপরেখা দেবে। মির্জা ফকরুল ইসলাম আলমগীর আরো বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায় তার প্রত্যাশা সরকারও এতে সাড়া দেবে।

আজ শনিবার ভোলা জেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর্জা ফখরুল আরো বলেন, কোথায় কোন আইনের শাসন নেই, কোন স্বাধীনতা, সু-শাসন বচ্ছিত হচ্ছে দেশের জনগণ। কোন কথা বলা যাচ্ছে না। কথায় কথায় রাষ্ট্রদোহী মামলা দিচ্ছেন। তারা মামলা দিয়ে বিএনপিকে দমন ও নিপিরণ করছেন। আওয়ামীলীগ দেউলিয়া হয়ে গেছে। তারা প্রসাশনকে বাধ্য করে ব্যবহার করছেন।

 

---

সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মো. আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় বিএনপি’র নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবুর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল হক, কেন্দ্রীয় নেতা মো. কুদ্দুসুর রহমান, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন প্রমুখ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, জেলা বিএনপির নেত্রী সাজেদা আক্তার শাহানা, উপজেলা যুবদল সভাপতি মফিজুল ইসলাম মিলন, সহ সভাপতি আনোয়ার ইসলাম ভুইয়া, জেলা বিএনপির নেতা আ.হক আকন, দৌলতখান বিএনপির সাধারণ সম্পাদক শাহজান শাজু, তজুমদ্দিন বিএনপির সভাপতি মহিবুল্যাহ নাগর, চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, ভোলা বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো.ছালাউদ্দিন,সাবেক যুবদল সভাপতি ইয়ারুল ইসলাম লিটন, জেলা শ্রমিক দল সভাপতি শহিদুল ইসলাম,যুবদল আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা সাবেক ছাত্র দলের সম্পাদক জামিল হোসেন উদুদ, জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার আলামীন সহ অনেকে।

সম্মেলন ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:২৭   ২৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ