চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন আজ,ব্যাপক প্রস্তুতি

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন আজ,ব্যাপক প্রস্তুতি
শনিবার, ১৬ মার্চ ২০১৯



মিজান নয়ন, ভোলা বানী,চরফ্যাশন অফিস ॥
আজ শনিবার বেলা ১১টায় উদ্বোধন হতে যাচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’র। মৎস্য প্রতিমন্ত্রী আশ্রাফ আলী খান খসরু এমপি চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  জাটকা সংরক্ষণ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করবেন। স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রইছ উল আলম মন্ডল’র সভাপতিত্বে সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো.রাসেদুল হক স্বাগত বক্তব্য রাখবেন। আরো বক্তব্য রাখবেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী,পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর সুত্রে এতথ্য পাওয়া গেছে।
ভোলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান এবং চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মারুফ হোসেন মিনার জানান, দিবসটি উদযাপনে সামরাজ মাছ ঘাটে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নৌ-র‌্যালির জন্য নদীতে প্রস্তুত রাখা হয়েছে ১শ’২০টি  মাছ ধরা ট্রলারসহ বেশ কিছু স্পিড বোট। আলোচনা অনুষ্ঠান উপলক্ষ্যে মাছ ঘাট সংলগ্নে অত্যাধুনিক অস্থায়ী প্যান্ডেল নির্মান করা হয়েছে। এতে ১০হাজার লোক বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও চরফ্যাশন হ্যালিপেড থেকে উপজেলা সদর,উপজেলা সদর থেকে বেতুয়া ঘাট ,সেখান থেকে সামরাজ মাছ ঘাটস্থ অনুষ্ঠানস্থল পযন্ত রাস্তার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে জাটকা সংরক্ষন সপ্তাহের ফেস্টুন । নির্মাণ করা হয়েছে অসংখ্য তোড়ন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে রয়েছেন বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মর্কতা মারুফ হোসেন মিনার ।
দিবসটি উদযাপনে মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে এসে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য দপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তারা। মেঘনা ও তেতুলিয়া নদীতে দু‘মাস ঝাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন মৎস্য বিভাগ।কোন  জেলেরা যেন এ দু‘মাস ঝাটকা ধরতে না পারে। এটি আমাদের দেশের সম্পদ। বড় ইলিশ রপ্তানী করে সরকার পর্যপ্ত পরিমান টাকা আয় করে। যার ফলে  দেশ অর্থনৈতিক স্বাবলম্বী হয়। আমরা সকল জেলেরা দেশের সম্পাদ হিসাবে সরকারের এই নিয়ম  মেনে চলার লক্ষ্যে এমন আয়োজন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মৎসখাতের গুরুত্ব অপরিসীম। এদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা,পুষ্টি উন্নয়ন,দারিদ্র্য বিমোচনে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে  মৎসখাতে অসামান্য অবদান রাখছে। তাই মৎস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সচেন গড়ে তুলতে হবে।
সপ্তাহ পালনের আওতাভূক্ত জাটকাসমৃদ্ধ ৩৬টি জেলা হচ্ছে-ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ,  ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।  রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মিন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল,গোপালগঞ্জ।

বাংলাদেশ সময়: ৯:৪৪:০৯   ২৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ