চরফ্যাশনে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সভাপতি স্বপন চৌধুরীর জন্ম দিন উদযাপন করেছে সদস্যরা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সভাপতি স্বপন চৌধুরীর জন্ম দিন উদযাপন করেছে সদস্যরা
বুধবার, ১৩ মার্চ ২০১৯



---চরফ্যাশন থানা প্রতিনিধি,ভোলা বানী ॥
বঙ্গবন্ধু ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল আলম স্বপন চৌধুরীর ৪৯তম জন্ম দিন উদযাপন করেছে ঐক্য পরিষদের সদস্যরা । আজ রাত ৮টায় চরফ্যাশন ওয়াপদা সংলগ্ন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কার্যালয়ে স্বপন চৌধুরীর উপস্থিতিতে কেক কেটে তারা তাদের সভাপতির জন্ম দিন উদযাপন করেন।। এসময় চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান ধলু খান। চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী,সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জু,যুবলীগ নেতা পলাশ মাহমুদ, মীর সাব্বির আহমেদ রাসেল ও তাপশ চন্দ্র দাস, বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোকন,সদস্য পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,মামুন কারীসহ বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বপন চৌধুরী জানান, ১৯৭০সনের ১২মার্চ তিনি ভোলার কালী বাড়ি রোডস্থ রত্তন চৌধুরী বাড়িতে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম মৃত বজলুল হক চৌধুরী। ১৯৯০সন থেকে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়। প্রথমে তিনি ভোলার রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগৈর সভাপতি হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। ২০০১সনে তিনি চরফ্যাশন চলে আসেন। এর পর থেকে তিনি  স্থানীয় সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র শ্নেহধন্য হয়ে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করছেন। তিনি বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতিরি দায়িত্ব পালনের পাশাপাশি নজরুল সেনাসংসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টার দায়িত্বে আছেন। বিবাহিত জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তিনি একজন সমাজ সেবক এবং ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ০:৪৯:৪৩   ৪০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ