একসঙ্গে তিন সন্তানের মা হলেন চরফ্যাশনের জোৎস্না

প্রথম পাতা » চরফ্যাশন » একসঙ্গে তিন সন্তানের মা হলেন চরফ্যাশনের জোৎস্না
সোমবার, ১১ মার্চ ২০১৯



চরফ্যাশনে একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান-ছবি মিজান নয়ন,চরফ্যাশন অফিস।মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।পাঁচ সন্তানের পর কন্যা সন্তানের আশায় সন্তান নিয়ে এবার একসঙ্গে তিন নবজাতকের মা হয়েছেন জোৎস্না বেগম নামের এক গৃহবধূ। গত রবিবার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি পুত্র সন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারে এসে রাত ৮টায় এক পুত্র এবং এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।

প্রসুতি গৃহবধূ নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডস্থ সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নুর মোহাম্মদ তালুকদারের অধীনে আছেন। তারা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রসুতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, ‘তাদের আরো ৫টি পুত্র সন্তান আছে। কন্যা সন্তানের আশায় আবারো সন্তান নিয়েছেন তারা। সোমবার বিকেলে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি পুত্র সন্তান ভুমিষ্ট হয়। পরবর্তীতে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সযোগে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এলে এক কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম নেয়।’

তিনি আরো জানান, ‘একসঙ্গে কন্যাসহ দুই পুত্র সন্তান পেয়ে তাো স্বামী-স্ত্রী উভয়ে খুশি হয়েছেন।’চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা.শাহিন আরা আহমেদ জানান, প্রসুতি গৃহবধূ শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হন তারা। কোন প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভুমিষ্ট হয়েছে।’ডা. নুর মোহাম্মদ তালুকদার জানান, মা এবং নবজাতকরা সুস্থ আছে। সেন্টাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের  চেয়ারম্যান আফসার উদ্দিন রাসেল এবং অত্র সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাকসুদুর রহমান মিজান মিয়া বলেন,  আমাদের হাসপাতালে কর্মরত চিকিৎসক, এবং সেবিকাদের রোগী সেবায় সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া আছে। এই রুগীর ক্ষেত্রেও নির্দেশনা অনুযায়ী সকলে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫১   ৮৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ