চরফ্যাশনে দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ,একজনের অবস্থা আশংকাজনক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ,একজনের অবস্থা আশংকাজনক
শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশনের আহাম্মদপুর ও আবদুল্লাহপুর ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ও বুধবার রাতে আহাম্মদপুর ও আবদুল্লাহপুর ইউনিয়নে পৃথক দু’টি ঘটনা ঘটে। আহতরা হলেন নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলমগীর মাঝির পুত্র মাকসুদুর রহমান ও এওয়াজপুর  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজিবল হকের পুত্র মাইনু্িদ্দন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে চিকিৎসক গুরুতর আহত মাকসুদুর রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মাইনু্িদ্দন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
আহত মাকসুদের ভগ্নিপতি সফিকুল ইসলাম  জানান, সৎভাই তোফাজ্জল মাঝির ছেলে ইদ্রিসের সাথে তার (সফিকুল)  জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিরোধে লিপ্ত সৎভাইর ছেলে ইদ্রিস ও ভাতিজা আমিনুল ইসলাম লিখন তার উপর হামলা চালায়। এসময় বেড়াতে আসা শ্যালক মাকসুদুর রহমান বাধা দিলে তারা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
অপর দিকে  বিয়ে বাড়ি থেকে নিজবাড়ি ফেরার পথে বুধবার দিবাগত  রাত ৯টায় পুর্ব আবদুল্লাহপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের পাকারাস্তার উপর মাইনুদ্দিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তিন সহোদর সোহাগ,সাকিল ও আজাদ। হামলাকারীরা মাইনুদ্দিনকে কুপিয়ে জখম করে এবং তার মোটরসাইকেল ভাংচুর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। মামলা না হলেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুলারহাট থানার ওসি মিজানুর রহমান। ঘটনার পর অভিযুক্ত ও তাদের পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছে। ফলে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৮   ৩৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ