চরফ্যাশনে কালেমার জামাত ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে কালেমার জামাত ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮



---চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
আমিনাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসিমের বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, সাবেক ইউপি সদস্য জসিম পালোয়ান ,বর্তমান ইউপি সদস্য ইউছুফ খন্দকার ও  কালেমার জামাতের আমির আব্দুল মজিদ প্রফেসারের বিরুদ্ধে যড়যন্ত্র মুলক কর্মকান্ডে লিপ্ত থেকে মিথ্যাচারের অভিযোগ করেছেন কালেমার জামাতের অনুসারীরা। গতকাল সোমবার চরফ্যাশন প্রেসক্লাবে কুলসুম বাগ এলাকার  ইসলাম প্রিয় জনগনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।
কুলসুম বাগ এলাকার কালেমার জামাত ও ইসলাম প্রিয় জনগনের পক্ষে মো.হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । অভিযোগে তারা বলেন, কালেমার জামায়াত মুলত ইসলাম প্রিয়দের স্থান। এখানে কোন অনৈসলামিক কার্যক্রম চলেনা। সম্প্রতি একটি বে-সরকারি চ্যানেলে  সংবাদ প্রচারের পর আমরা  আমির মজিদ প্রফেসারকে প্রশ্ন করেছিলাম আপনি নাকি আল্লাহ, রাসুল,মেহেদী,মুছা ও ইছা দাবী করেন? উত্তরে তিনি বলেন, এসব মিথ্যা। যদি আমি এসব বলি তা হলে আমি কাফের। তাছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসুল(সঃ) বিরোধী কথা বললে আল্লাহ পাক যেন আমাকে ধব্বংশ করে।
তাদের অভিযোগ গত শুক্রবার জুমার নামাজ শেষে ৩/৪ ’শ লোক হামলার উদ্দেশ্যে মিছিল সহকারে কালেমার জামাতের লোকদের দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে তারা সেখানে উপস্থিত আমিনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, সাবেক ইউপি সদস্য জসিম পালোয়ান এবং বর্তমান ইউপি সদস্য ইউছুফ খন্দকারের সহায়তা চান। তারা মিছিলকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং ঘটনাস্থলে উপস্থিত বেসরকারি টিবি চ্যানেলের সাংবাদিকদের পরিস্থিতি শান্ত হলে ভিডিও করতে বলেন। কিন্তু পরদিন শনিবার সন্ধ্যা ৭টা৫০মিনিটে এবং রাত ৯টা ৫০মিনিটে চ্যানেলটিতে খবরে প্রচার হয় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু তার সন্ত্রাসী বাহিনী নিয়া সাংবাদিকদের উপর হামলা করেছে। যা মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তারা আরো জানান, চার বছর পূর্বে সাবেক ইউপি সদস্য নাসিম বাড়ি বিক্রির কথা বলে কালেমার জামাতের আমির আব্দুল মজিদ প্রফেসারের নিকট থেকে সাত লাখ টাকা নিয়ে দলিল না দিয়ে প্রতারণার ঘটনায় মজিদ প্রফেসারের সাথে তার সম্পর্কের অবনতি হয়।  একারণে নাসিম মেম্বার মজিদ প্রফেসার সম্পর্কেও বিভ্রান্তিমুলক মিথ্যাচার করছে।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ইউছুফ খন্দকার, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন পালোয়ানসহ কালেমার জামাতের অনুসারীরা উপস্থিত ছিলেন।
সাবেক ইউপি সদস্য নাসিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করেছেন।

বাংলাদেশ সময়: ৯:২৫:০৭   ১৪১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ