বিএনপি ক্ষমতায় এলে এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হবে ——–চরফ্যাশনে শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চরফ্যাশন » বিএনপি ক্ষমতায় এলে এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হবে ——–চরফ্যাশনে শিক্ষা প্রতিমন্ত্রী
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



---মিজান নয়ন, চরফ্যাশন অফিস, ভোলা বানী ॥
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার মান বাড়িয়েছে। এসরকারের আমলে দেশে শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে এসরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
বিএনপি’র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেছেন, আমরা টেলিভিশনে দেখি বিএনিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছেন, মিথ্যাচার করছেন, এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মৌলবাদ হবে।
সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন সরকারি কলেজে ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন, আড়াই কোটি টাকা ব্যয়ে নীলিমা জ্যাকব ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বেগম রহিমা ইসলাম কলেজে অধ্যক্ষ নজরুল ইসলাম অনার্স ভবনের উদ্বোধন শেষে শনিবার দুপুরে চরফ্যাশন সরকারি কলেজ মাঠে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগের লোক কখনো মিথ্যা কথা বলেনা। আমাদের উন্নয়ন বিএনপির মতো বক্তব্যের মধ্যে না। আমরা যা ওয়াদা করি কাজ করে তা প্রমান করে দেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা তার বাবা স্বপ্নকে বাস্তবায়নের জন্য দিন রাত কাজ করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, রিজেক্টেড নেত্রী দিয়ে এদেশের উন্নয়ন হবে না। এদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দরকার। তিনি বলেন, আমি কাজ করি গরীব দুখী মেহনতী মানুষের স্বার্থে। এবার নির্বাচিত হলে চরফ্যাশন মনপুরায় কোন কাজ অসমাপ্ত থাকবে না।

চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলালের সভাপতিত্বে প্রভাষক মনির আহমেদ শুভ্র এবং প্রভাষক মো.সোলায়মান’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ্আখন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০০   ২১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ