চরফ্যাশনে গুটি ইউরিয়া ব্যবহারে সফল কৃষক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে গুটি ইউরিয়া ব্যবহারে সফল কৃষক
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



---চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
চরফ্যাশনে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্ধিত করণে (এভিপিআই) প্রকল্পের আওতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার  চরআফজাল ২নং ওয়ার্ডে আইএফডিসি কর্তৃক ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মনতোষ সিকদার প্রধান অতিথি ছিলেন।
সুলতান মাঝির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম, এভিপিআই প্রকল্পের মাঠ সমন্বয়কারী শরিফুল আলম মনি, ইত্তেফাকের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, সংবাদের চরফ্যাশন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল ও মাঠ তত্ত্বাবধায়নকারী অফিসার মীর আ.মান্নান ও এম জাহাঙ্গীর হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন, কৃষক আকতার হোসেন ,কৃষানী ছালমা বেগম  প্রমুখ।
বক্তারা বলেন তিনবার গুড়া ইউরিয়া ব্যবহার করে যে ফসল পাওয়া যায়, ঠিক একই পরিমান জমিতে গুটি ইউরিয়া মাত্র একবার ব্যবহার করলে তার চেয়ে অনেক বেশী ফসল পাওয়া যায়।
সরেজমিনে মাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামের আক্তার হোসেন ও ছালমা দম্পতির ১০শতাংশ জমির কড়ল্লা প্রদর্শনী প্লটে গিয়ে জানাগেছে, পাঁচ শতাংশ জমিতে গুড়া ইউরিয়া প্রয়োগ এবং অপর পাঁচ শতাংশ জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করেছেন তারা। তিনবার গুড়া ইউরিয়া প্রয়োগ করে পাঁচ শতাংশ জমিতে যে পরিমান কড়ল্লা ফলন পাওয়া গেছে অপর পাঁচ শতাংশ জমিতে মাত্র একবার  গুটি ইউরিয়া ব্যবহার  করে তার চেয়ে অনেক বেশী ফসল পেয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ৯:০৬:০৯   ৪০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ