ক্রিকেটের ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন

প্রথম পাতা » সম্পাদকীয় » ক্রিকেটের ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন
মঙ্গলবার, ১২ জুন ২০১৮



---।।ভোলাবাণী সম্পাদকীয়।। ক্রিকেটের ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন। ঈদের আগেই ঈদের আনন্দ। মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে এশিয়ার সেরা এখন বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের কোনো সাফল্য এলো মেয়েদের হাত ধরে। রচিত হলো নতুন এক ইতিহাস। ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রবিবারের ম্যাচে শুরু থেকেই ভারতকে চাপের মুখে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। উত্তেজনাপূর্ণ খেলায় নানা চড়াই-উতরাই আর রোমাঞ্চকর নাটকীয়তার পর শেষ বলে এসে ধরা দেয় কাঙ্ক্ষিত জয়। এই মালয়েশিয়ায়ই ২১ বছর আগে আইসিসি ট্রফি জিতে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। সেই মালয়েশিয়ায়ই নতুন ইতিহাসের জন্ম হলো। লক্ষ্য ছিল ফাইনাল, ধরা দিল আরো বড় সাফল্য। মেয়েদের ক্রিকেটে এত দিন রাজত্ব করে আসা ভারতকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দ উদ্যাপন তাই একেবারেই অন্য রকম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শিরোপার কাছ থেকে ফিরেছে। দুটি এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশের ছেলেরা। খেলেছে তিনটি ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালও। ট্রফি জেতা হয়নি একবারও।

মেয়েদের ক্রিকেটে সাফল্য তো আরো কম। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের পথচলা খুব বেশি দিনের নয়। আইসিসি মেয়েদের ক্রিকেটে জোর দেওয়ায় বিসিবিও মেয়েদের ক্রিকেটকে গুরুত্ব দিতে শুরু করে ২০০৬-০৭ সাল থেকে। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্ব চলাকালে দেশের মেয়েরা পায় ওয়ানডে স্ট্যাটাস। প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পায় আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষেই প্রথম টি-টোয়েন্টি জয় পায় ২০১২ সালে। জয়ে যাত্রা শুরু হলেও তা নিয়মিত হয়নি। মেয়েদের ক্রিকেটকে বরাবরই অবহেলার চোখে দেখা হয়েছে। অনেক সময় নিয়মিত খেলাও ছিল না। হতাশার সঙ্গেই বলতে হয়, মেয়েদের ক্রিকেট নিয়ে খুব বেশি ভাবা হয়নি। ঘরোয়া ক্রিকেটের সূচি দায়সারা। আছে মাঠের সংকট। আন্তর্জাতিক ক্রিকেটেও সুনির্দিষ্ট কোনো সূচি নেই। ট্রেনিং, ক্যাম্প, অনুশীলনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। জাতীয় লিগে মাত্র ৬০০ টাকা ম্যাচ ফি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও তা বাড়েনি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা মেয়ে ক্রিকেটারদের বেতনও উল্লেখ করার মতো নয়। পারিবারিক বাধা, সামাজিকতার চোখরাঙানি, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা—সব মিলিয়ে এক কঠিন বাস্তবতাকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেয়েরা।

এবারের টুর্নামেন্টের শুরু কিন্তু ভালো ছিল না। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাও পায়নি বাংলাদেশ। বিস্ময়কর পালাবদল ঘটিয়ে দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতায় ফিরে আসা। তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত ভারতের মেয়েরা। পরের দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে স্বপ্নপূরণ। স্নায়ু নিয়ন্ত্রণে রেখে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে গড়া হলো ইতিহাস। এখন এই সাফল্য ধরে রাখার দায়িত্ব নিতে হবে বিসিবিকে।

বাংলাদেশ সময়: ৯:২৫:২৭   ৪৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সম্পাদকীয়’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
ভোলাবাণী’র পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা.
ভোলায় ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি চালু হয়নি ৩ মাসেও ।।চরম বিদ্যুৎ বিপর্যয়ে দ্বীপবাসি
দুর্যোগে জরুরি প্রস্তুতি ও সাড়া দান বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে- ভোলা জেলা প্রশাসক
ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আর্কাইভ