চরফ্যাশনে ভোরে ও রাতে কোন কোচিং সেন্টার চলবেনা—— জেলা প্রশাসক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ভোরে ও রাতে কোন কোচিং সেন্টার চলবেনা—— জেলা প্রশাসক
বুধবার, ২৫ এপ্রিল ২০১৮



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
ভোরে ও রাতে কোন কোচিং সেন্টার চলবেনা বলে ঘোষনা দিয়েছেন  ভোলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক । আজ বুধবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে  জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিকসহ সুধীজনের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এই ঘোষনা দেন।
তিনি আরো বলেছেন, ভোলা জেলা সমগ্র বাংলাদেশের মধ্যে সম্ভবনাময়ী একটি গুরুত্বপর্ণ জেলা। জেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। একারণে এজেলার প্রতি মাননীয় প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি রয়েছে। ভোলাকে বলা হয় ইলিশের শহর। এখানে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে।  জেলা প্রশাসক বলেন, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানের মানুষ বিদ্যুতে কষ্ট পাবে তা হতে পারে না। যেখানে গ্যাস উৎপন্ন হয় সেখানে আগে গ্যাস দিতে হবে। বাল্য বিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে কোর্ট এফিডেভিট গ্রহন যোগ্য নয়।  মেয়েদের জন্ম সনদ প্রদানের ক্ষেত্রে কঠোরতা অবলম্বনের জন্য   জনপ্রতিনিধিদের পরামর্শ দেন তিনি। প্রধান অতিথি বলেন, ভূমি ব্যবস্থাপনায় কোন রকম অনিয়ম মানা হবে না। মাদকের ছোবল থেকে চরফ্যাশনের যুব সমাজকে রক্ষায় যে কোন পদক্ষেপ সাদরে গ্রহন এবং যেখানে বনায়নের প্রয়োজন নাই এমন স্থান গুলো গো-চারণ ভূমি হিসাবে ব্যবহারের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি এ উপজেলাকে মাদক মুক্ত রাখতে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন ।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি , প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবুল হাসেম মহাজন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ও আকলিমা ফারুক মিলা,প্রেসক্লাব সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, পৌর প্যানেল মেয়র আবু জাহের ভুঁইয়া, চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, শিক্ষক নেতা হুমায়ুন কবির রাজন,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৪   ২৩৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ