চরফ্যাশনে জেলে পরিবারকে বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে জেলে পরিবারকে বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরফকিরা গ্রামে একটি জেলে পরিবারকে বাড়ি থেকে উৎখাতের যড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
বাড়ির মালিক আবদুল মালেক মাঝি অভিযোগ করেন, ১২বছর যাবত তিনি তার শশুড়ের মালিকানাধীন চরফকিরা মৌজার ৯৬নং জেএলভুক্ত দিয়ারা খতিয়ান নং ২১১ থেকে ওয়ারিশি প্রাপ্ত এবং তার নিজের ক্রয়কৃত মোট ১৩গন্ডা জমিতে বাড়ি সৃজন করে বসবাস করছেন। বিগত ২বছর যাবত তার বাড়ির পূর্ব পাশের ইউছুফ সিকদার এবং পশ্চিম পাশের আলমগীর তাকে বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। গত বর্ষা মৌসুমে বাড়ির সীমানার ৬টি রেন্ট্রি গাছ ইউছুফ সিকদার জোড়পূর্বক অনৈতিক ভাবে কেটে নিয়েছেন। গত রবি বার ইউছুফ সিকদার বাঁধা উপেক্ষা করে তার বাড়ির সীমানার অংশের মাটি কেটে ছিকন সরু নালা তৈরি করেছেন। এবং প্রতিপক্ষ আলমগীরও বাঁধা উপেক্ষা করে তার বাড়ির পশ্চিমের সীমানা ঘেষে ছিকন সরু নালা তৈরি করেছেন বলে তার অভিযোগ। এ নিয়ে পরিবারটির সাথে প্রতিপক্ষ দুটি পরিবারের বিরোধ চলছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ইউছুফ সিকদার এবং আলমগীররা যেকোন সময় পরিবারটির উপর হামলা চালাতে পারে। সৃষ্ট এই বিরোধকে কেন্দ্র করে ২০১৬সনের মার্চ মাসে প্রতিপক্ষ ইউছুফ সিকদারের লোকজন মালেক মাঝি এবং তার স্ত্রী ছায়েরা বেগমকে বেদরক পিটিয়ে গুরুতর আহত করেন। তখন তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে  ইউছুফ সিকদার বলেন, আমি আমার সীমানার গাছ কেটে নিয়েছি তার পরও তাকে একটি গাছ দিয়েছি। আপনার সীমানার গাছ তাকে দিলেন কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি দেইনি সালিসরা দিয়েছে। সীমানার মধ্যের মাটি কাটার উত্তর এড়িয়ে যান তিনি।
আলমগীরের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য যানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:০৩   ২৩০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ