শশীভূষণ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম পাতা » চরফ্যাশন » শশীভূষণ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
বুধবার, ১০ জানুয়ারী ২০১৮



---মিজান নয়ন, চরফ্যাশন অফিস, ভোলা বানী ॥
মামলার স্বাক্ষীকে আসামী বানিয়ে হাজতে পাঠানোর ঘটনায় শশী ভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সিকদারকে সত্বর অত্র থানা থেকে প্রতাহারসহ ভবিষ্যতে এরুপ কোন গুরুত্বপূর্ণ পদে পদায়ন না করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক শিবলী নোমন খাঁন পুলিশ সুপার,ভোলাকে এ নির্দেশ দিয়েছেন।  আদালতের নির্দেশনা অনুযায়ী আদেশের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বারক নং ৯২ তারিখ ১০ জানুয়ারী/১৮ পুলিশ সুপার,ভোলাকে এবং স্বারক নং ৯৩ তারিখ ১০ জানুয়ারী/১৮  ডিআইজি বরিশালরেঞ্জ বরাবরে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বেঞ্চ সহকারি শ্রী বাস চন্দ্র দাস এসকল তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সুত্রে জানাগেছে, বিচারক আদেশে উল্লেখ করেছেন পুলিশ কতৃক স্বাক্ষী আবুল কাশেমকে গ্রেফতার করার পর বাদী গন্তব্যে না থাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হানিফ সিকদারকে মোবাইল ফোনে বলেছেন ধৃত ব্যক্তি আবুল কাশেম তার মামলার স্বাক্ষী,আসামী নয় । এছাড়াও বাদী তার ছেলেকে এবং সংশ্লিষ্ট ইউপিসদস্য নজরুল ইসলামকে কাগজ পত্র সহ থানায় পাঠিয়ে বলেছেন ধৃত ব্যক্তি আসামী কলামে বর্নিত ৮নং আসামী বড়া কাশেম নয়। বাদী পক্ষ তার মামলার আসামীদের এবং স্বাক্ষীদের সনাক্ত করতে পারবেন এটাই স্বাভাবিক। তারপরও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধৃত ব্যাক্তিকে ছেড়ে দেয়ার আবেদন আমলে না নিয়ে গ্রেফতারী পরোয়ানায় উল্লেখিত নামের সাথে ধৃত ব্যক্তির এবং তার পিতার নামের কোন মিল  না থাকা সত্বেও সম্পুর্নরুপে সেস্বাচারিতা মুলকভাবে মো.আবুল কাশেমকে আসামী বড়া কাশেম হিসেবে অত্র মামলায় চালান দিয়েছেন। তার এই স্বেচ্ছাচারিতার কারণে স্বাক্ষী আবুল কাশেমের জীবন থেকে মূল্যবান দুটি দিন হারিয়ে ফেলেছেন। ফৌজদারী মামলায় স্বাক্ষীদের সুরক্ষায় যেখানে রাষ্ট্র আইন তৈরীর বিষয়ে ভাবছে সেখানে মামলার স্বাক্ষীকে আসামী বানিয়ে চালান দিয়েছে। এতে  ভবিষ্যতে অপরাধের বিরুদ্ধে জনগন স্বাক্ষ্য দিতে ভয় পাবে।
উল্লেখ’ ররিবার গ্রেফতারের পর স্বাক্ষী আবুল কাশেমকে আসামী বানিয়ে জেল হাজতে পাঠানোর পর বাদী এবং স্বাক্ষীর স্বজনরা বিষয়টি আদালতকে অবগত করলে বিজ্ঞ আদালত শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার এবং এসআই জাকির হোসেনকে তলব করেন। মঙ্গলবার ভোলা জেল হাজত থেকে আবুল কাশেমকে চরফ্যাশন আদালতে এনে বিজ্ঞ আদালত বাদী,সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং ওসি এবং এসআই’র জবান বন্দি শুনে স্বাক্ষী আবুল কাশেমকে অব্যাহতি দিয়েছেন । আবুল কাশেম চরকলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের আলী আহাম্মদ’র ছেলে।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৯   ৬৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ