বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভোলা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভোলা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮



---।।ভোলাবাণী ডেক্স।। হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুন্ঠিত। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব।
এসময় আলোচনায় আরো অংশ নেয় ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাফিয়া খাতুন, সদর উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা পৌর আ’লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবিদুল আলম, ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজ মাহামুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যদিয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। তারপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পাকিস্তানের শোষণ ও অত্যাচার-নির্যাতনের হাত থেকে বাঙালিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ নয় মাসের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জীবনের একটা বড় সময় শেখ মুজিবকে জেল, জুলুম ও নির্যাতন সইতে হয়েছে। পাকিস্তান ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মধ্যদিয়েই ‘বঙ্গবন্ধু’ হন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।
মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় বাঙালির অর্জিত বিজয় যেনো পূর্ণতা পায়নি। তাই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে তার ফেরার অপেক্ষায় ছিল বিজয়ী বাঙালি জাতি।
বাংলাদেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।

বাংলাদেশ সময়: ৯:৪৬:৪০   ১৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ