মাদ্রাজে প্রতিপক্ষরা মসজিদের ইমামকে, আসলামপুরে ছেলে মাকে লাঞ্চিত করার অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » মাদ্রাজে প্রতিপক্ষরা মসজিদের ইমামকে, আসলামপুরে ছেলে মাকে লাঞ্চিত করার অভিযোগ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭



চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
চরফ্যাশনে মসজিদের ইমামকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবেশীর বাড়িতে আটক রেখে মারধরের পর চোর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে। আহত ইমাম হাবিবুর রহমানকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুর রহমান জানান, ঘটনার রাতে মাদ্রাজ ইউনিয়নের  কেরামতগঞ্জ বাজার থেকে সওদা নিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালখালী  চৌমহনী এলাকায় পৌছলে মেহেদীসহ একদল যুবক ইমাম হাবিবুর রহমানকে আটক করে পাশের ইউনুস খলিফার বাড়ির উঠানে নিয়ে মারধর করে। পরে ফিরোজ ডাকতারের ঘরে  আটক রেখে চোর আখ্যা দিয়ে গুরুতর আহত ইমামকে পুলিশে সোপর্দ করে।  পুলিশ এবং স্থানীয়রা আহত ইমাম হাবিবুর রহমানকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।
আহত ইমাম হাবিবুর রহমান অভিযোগ করেন, এক মাস আগে করিম বেপারীর ছাগল ইমাম হাবিবুর রহমানের  ভাই শহীদের ক্ষেত নষ্ট করে। এনিয়ে ছাগল মালিক করিম বেপারী ছেলে তামিম শহীদের স্ত্রীর সাথে ঝগড়ায় জড়ায় এক পর্যায়ে তামিম শহীদের গর্ভবতী স্ত্রীকে মারধর করে আহত করে। এব্যাপারে শহীদের স্ত্রী বাদি হয়ে তামিমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে । এই মামলার জের ধরেই শহীদের ভাই ইমাম হাবিবুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে।
করিম বেপারী জানান, হাবিবুর রহমানকে রাস্তা থেকে তুলে আনার অভিযোগ সঠিক নয়। এশারের নামাজের আগে সে আমাদের বাড়ির দরজার মাঝ অংশে দাড়ানো ছিলো। পরে তাকে ধাওয়া করে রাস্তা থেকে ধরে এনে মারধর করা হয়। তার অভিযোগ সে চুরি করতে এসেছিলো।
তবে করিম এবং হাবিবুর রহমান পরিবার নিকটতম প্রতিবেশী এবং পরস্পর আত্মীয় বলে জানাগেছে।
চরফ্যাশন থানার এসআই মো.ছিদ্দিক জানান,যতটুকু জেনেছি ইমাম হাবিবুর রহমান আসলে চোর নয়,পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এঘটনা ঘটিয়েছে । এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের তরফ থেকে জানান হয়েছে।
চিকিত্সার টাকা চাওয়ায় মাকে কিল-ঘুষি!

এদিকে চিকিত্সার টাকা চাওয়ায় এক ছেলে তার মাকে কিল ঘুষি মেরে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হানিফ শিকারীর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মায়ের নাম তাহেরা খাতুন (৬৫)। এ ঘটনার পর তার ছেলে মেহেদী শিকারী পালিয়ে যায়।

ভুক্তভোগী মা তাহেরা খাতুন সংবাদকর্মীদের বলেন, তিন মাস আগে আমার স্বামী মারা গেছে। তিন মাসের মাথায় আজ আমি ছেলের হাতে মাইর খাইলাম। একথা বলেই তিনি কেঁদে ফেলেন। পরে কান্না থামিয়ে জানান, তিনি ছোট ছেলের সাথেই থাকেন। তার চোখের সমস্যা, তাই চিকিত্সার খরচের জন্য পাঁচ ছেলের কাছে ৫ হাজার টাকা করে চান। ৪ ছেলে টাকা দিতে রাজি হলেও মেহেদী শিকারী টাকা দিতে অস্বীকৃতি জানায়। সে জমি বিক্রি করে চিকিত্সায় খরচ করতে বলে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মেহেদী তার বৃদ্ধা মাকে কিল ঘুষি মারা শুরু করে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম. এনামুল হক জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ৯:৪৯:৫০   ১৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ