দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



---

দৌলতখান প্রতিনিধি ।।ভোলাবাণী।। ভোলার দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রী লিলুফা বেগম (৫০) কে পিটিয়ে আহত করেছে তার পাষন্ড স্বামী মানিক মিস্ত্রী। রোববার সকালে দৌলতখান পশু হাসপাতাল মোড়ে লিলুফা বেগমকে তার স্বামী লাঠি ও রট দিয়ে এলো পাতারী পিটিয়ে গুরুতর জখম করে। লিলুফা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা নিলুফাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যান। দৌলতখান থানার এ এস আই শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দৌলতখান হাসপাতালের ডাঃ মনির হোসেন শাওন জানান, লিলুফা বেগমের শরীরে বেশ কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে মানিক মিস্ত্রীর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
জানা গেছে, ৩০বছর আগে দৌলতখান থানাধীন চর খলিফা ইউনিয়নের ৭নং ওর্য়াডের হাবিব মুন্সি বাড়ির আঃ রশিদ এর ছেলে মানিক মিস্ত্রীর সাথে সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের ৫নং ওর্য়াডের মৃত কালুর মেয়ে লিলুফার বিবাহ হয়। বিবাহের পর তাদের জীবন খুব ভালো ভাবেই কাটে। লিলুফার বাবার মৃত্যুর পর পৈত্রিক বাড়ির ৪০ শতাংশ জমি, গাছপালা ও গরু বিক্রি এবং জমানো টাকাসহ মোট ৬ লক্ষ ৬৬ হাজার টাকা স্বাামী মানিককে দেয় ঢাকায় জমি কিনার জন্য। সেই জমি হবে তার স্ত্রী লিলুফার নামে। সেই জমি কার নামে হবে তা নিয়ে তাদের উভয়ের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে স্বামি মানিক মিস্ত্রী তার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এ ঘটনায় লিলুফা বেগম তার স্বামীর বিরুদ্ধে ভোলা কোর্টে একটি নারী র্নিযাতন মামলা করে যার নং- জি আর ১৫/০১৭। সেই মামলায় স্বামী আদালতে হাজিরা দিয়ে এসে স্ত্রী লিলুফার বিরুদ্ধে আরো ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান বলে আহত লিলুফা বেগম জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৪   ৩৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ