রবিবার, ২২ অক্টোবর ২০১৭

দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



---

দৌলতখান প্রতিনিধি ।।ভোলাবাণী।। ভোলার দৌলতখানে পৈত্রিক সম্পত্তির টাকা না পেয়ে স্ত্রী লিলুফা বেগম (৫০) কে পিটিয়ে আহত করেছে তার পাষন্ড স্বামী মানিক মিস্ত্রী। রোববার সকালে দৌলতখান পশু হাসপাতাল মোড়ে লিলুফা বেগমকে তার স্বামী লাঠি ও রট দিয়ে এলো পাতারী পিটিয়ে গুরুতর জখম করে। লিলুফা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা নিলুফাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যান। দৌলতখান থানার এ এস আই শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দৌলতখান হাসপাতালের ডাঃ মনির হোসেন শাওন জানান, লিলুফা বেগমের শরীরে বেশ কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে মানিক মিস্ত্রীর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
জানা গেছে, ৩০বছর আগে দৌলতখান থানাধীন চর খলিফা ইউনিয়নের ৭নং ওর্য়াডের হাবিব মুন্সি বাড়ির আঃ রশিদ এর ছেলে মানিক মিস্ত্রীর সাথে সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের ৫নং ওর্য়াডের মৃত কালুর মেয়ে লিলুফার বিবাহ হয়। বিবাহের পর তাদের জীবন খুব ভালো ভাবেই কাটে। লিলুফার বাবার মৃত্যুর পর পৈত্রিক বাড়ির ৪০ শতাংশ জমি, গাছপালা ও গরু বিক্রি এবং জমানো টাকাসহ মোট ৬ লক্ষ ৬৬ হাজার টাকা স্বাামী মানিককে দেয় ঢাকায় জমি কিনার জন্য। সেই জমি হবে তার স্ত্রী লিলুফার নামে। সেই জমি কার নামে হবে তা নিয়ে তাদের উভয়ের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে স্বামি মানিক মিস্ত্রী তার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এ ঘটনায় লিলুফা বেগম তার স্বামীর বিরুদ্ধে ভোলা কোর্টে একটি নারী র্নিযাতন মামলা করে যার নং- জি আর ১৫/০১৭। সেই মামলায় স্বামী আদালতে হাজিরা দিয়ে এসে স্ত্রী লিলুফার বিরুদ্ধে আরো ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান বলে আহত লিলুফা বেগম জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৪   ৩৪৯ বার পঠিত  |