মেয়েরা যদি একটু সচেতন হন

প্রথম পাতা » লাইফ স্টাইল » মেয়েরা যদি একটু সচেতন হন
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী ষ্ট্যাইল।। মেয়েরা আমাদের মা-মেয়ে ও বোন। তাদের সম্মান আমাদের সম্মান ! তারাই পরিবারের অহংকার গৌরব। তাদের রক্ষা করা প্রতিটি ছেলে মানুষের দায়িত্ব ও কর্তব্য।

মেয়েদর সম্মান রক্ষায় সচেতনতা উল্লখ হল-
১) রাতের বেলা বাড়ি ফেরার সময় কোন ট্যাকসি লিফট দিতে চাইলে উঠবেন না।
২) রাতের বেলা ফাঁকা বাসে উঠবেন না।
৩) বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না।
৪) খালি বাড়িতে টিঊশনি করতে যাবেন না বা করাবেন না।
৫) কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নেবেন। কারন ফাঁকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমন এর শিকার হয়।
৬) পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির আঁচ পেলে পরিবারের সদস্যদের কাছে গোপন করবেন না।
৭) ফেসবুক/ মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না।
৮) সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক পার্ক গুলোতে অবস্থান করবেন না। আঁধার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন।
৯) নির্জন পার্ক জংগল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না।
১০) কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। বা নিরাপত্তার কথা ভাববেন।
কারণ আপনার সাথে জড়িয়ে আছে, আপনার পরিবারের, বাবা, মা, ভাই, বোনের সম্মান এবং ভালবাসা।।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫২   ৪০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লাইফ স্টাইল’র আরও খবর


ইফতারে থাই বিফ সালাদ
ইফতারে প্রশান্তি দেবে চিড়া-ফলের ডেজার্ট
ভালো খেজুর চেনার উপায়
বয়স চল্লিশের পর রোজ ডিম খাওয়া কি ভালো
খালিপেটে দুধ চা আর না!
উৎসবমুখর পরিবেশে ভোলায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
ভোলার নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন মমো
কোন ডিমের পুষ্টি বেশি বাদামী নাকি সাদা
ভোলায় সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন পালিত

আর্কাইভ