অবশেষে চলচ্চিত্রে আসছেন মিষ্টি হাসির তিশা

প্রথম পাতা » ফটোগ্যালারী » অবশেষে চলচ্চিত্রে আসছেন মিষ্টি হাসির তিশা
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী বিনোদন।। মডেলিং এবং নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। অনেকদিন ধরেই তাকে চলচ্চিত্রের প্রস্তাব দিচ্ছিলেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকরা। কিন্তু নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেননি দাবি করে সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন তিনি।

তবে অবশেষে চলচ্চিত্রে আসছেন মিষ্টি হাসির তিশা। ‘লালটিপ’ খ্যাত নির্মাতা স্বপন চৌধুরী পরিচালিত ‘ভবঘুরে’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে তিনি। জানালেন তিশা নিজেই।

এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছেন তিশা। সেখান থেকে জানান, ‘আমার প্রথম চলচ্চিত্র তাই স্বাভাবিকভাবেই আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড। গত শনিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সবসময়ই চেয়েছি চলচ্চিত্রে আমার শুরুটা ভালো কিছু দিয়ে হোক। ব্যাটে বলে এই ছবির সঙ্গে মিলে গেছে। আশা করি ভালো কিছু একটা হবে।’

এই ছবিতে তানজিন তিশার নায়ক শিপন মিত্র, যিনি ‘দেশা দ্য লিডার’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। জানা গেছে, ২০ অক্টোবর থেকে ফ্রান্সে ছবিটির শুটিং শুরু হবে। সুইজারল্যান্ডেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

এর আগেও তিশার ‘তুমি রবে নীরবে’ একটি ছবি মুক্তি পেয়েছিল। তবে কী? তিশার এটি দ্বিতীয় ছবি এমন প্রশ্নে তিশা আরও বলেন, ‘আমাকে ‘তুমি রবে নীরবে’ শুটিংয়ের সময় বলা হয়েছিল এটি একটি টেলিফিল্ম। কিন্তু পরে সেটা চলচ্চিত্র হিসেবে মুক্তি দিয়েছিল। তাই ‘ভবঘুরে’ ছবি আমার প্রথম ছবি।’

বাংলাদেশ সময়: ১৮:১৮:১৪   ১২৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত

আর্কাইভ